shono
Advertisement
Tripura TMC

কুণালদের সফরে চাঙ্গা ত্রিপুরা তৃণমূল, দলে যোগ সিপিএমের বহু নেতাকর্মীর

ত্রিপুরায় নতুন করে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
Published By: Subhajit MandalPosted: 03:54 PM Oct 17, 2025Updated: 03:54 PM Oct 17, 2025

প্রণব সরকার, আগরতলা: কুণাল ঘোষদের ত্রিপুরা সফরের পর রীতিমতো জোয়ার এসেছে তৃণমূল কংগ্রেসে। আগের চেয়ে অনেক সক্রিয় রাজ্যের জোড়াফুল শিবির। বাড়ছে যোগদানের হিড়িকও। শুক্রবারই ত্রিপুরায় সিপিএম ছেড়ে ৩৫ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

Advertisement

গত কয়েক মাসে ত্রিপুরায় তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী নিষ্ক্রিয় ছিলেন। সেভাবে সাংগঠনিক কর্মসূচি ছিল না। গৃহবন্দি ছিলেন নেতারা। সম্প্রতি রাজ্যের দলীয় দপ্তরে দুষ্কৃতী হানার পর বাংলা থেকে প্রতিনিধি পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ, সায়নী ঘোষরা সেরাজ্যে গিয়ে কর্মীদের মনোবল বাড়িয়ে এসেছেন। এরপর থেকে শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেসের তৎপরতা। সারা রাজ্যে ঘরে বসে থাকা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। শুরু হয় সাংগঠনিক কর্মসূচি। প্রতিদিন পার্টি অফিসে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় বাড়তে থাকে।

কুণালবাবুরা ফিরে যাওয়ার পর তৃণমূলের মরা গাঙে বান এসেছে। শুক্রবার তৃণমূল কংগ্রেস ভবনে কদমতলা এবং সোনাইছড়ি থেকে ৩৫ জন সিপিআইএমের সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা। উল্লেখ্য, ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে হাতে বেশ খানিকটা সময় রয়েছে। তৃণমূলের লক্ষ্য, এই সময়কে কাজে লাগিয়ে রাজ্যে সংগঠনকে নতুন করে সাজানো। সেই কাজটা কুণালদের সফরের পরই শুরু হয়ে গিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুণাল ঘোষদের ত্রিপুরা সফরের পর রীতিমতো জোয়ার এসেছে তৃণমূল কংগ্রেসে।
  • আগের চেয়ে অনেক সক্রিয় রাজ্যের জোড়াফুল শিবির।
  • শুক্রবারই ত্রিপুরায় সিপিএম ছেড়ে ৩৫ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
Advertisement