shono
Advertisement
Uttar Pradesh

মাথার দাম ছিল ৫০ হাজার, যোগীরাজ্যে এনকাউন্টারে নিহত ৩ রাজ্যের খুনে অভিযুক্ত

অভিযুক্তকে খুঁজছিল দিল্লি ও মহারাষ্ট্র পুলিশও।
Published By: Subhankar PatraPosted: 01:46 PM Jan 25, 2025Updated: 02:26 PM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এনকাউন্টার যোগীরাজ্যে। পুলিশের গুলিতে নিহত তিন রাজ্যের একাধিক খুনের মামলার অভিযুক্ত। শনিবার সকালে বিষয়টি সামনে এনেছে মিরাট পুলিশ। তাকে খুঁজছিল দিল্লি ও মহারাষ্ট্র পুলিশও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে মিরাটের লিসারি গেট এলাকায় আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত নঈম। খবর পেয়ে তাকে ধরতে যান তদন্তকারীরা। সেই খবর জানতে পেরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে নঈম। পালটা গুলি চালায় পুলিশও। গুলির লড়াইয়ে আহত হয় নঈম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।

পুলিশের রেকর্ড বলছে, নঈমের বিরুদ্ধে মিরাটে তার সৎ দাদা, বউদি ও তাঁদের তিন সন্তানকে খুনের অভিযোগ ছিল। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। এছাড়াও দিল্লি ও মহারাষ্ট্রের পুলিশও খুনের মামলায় খুঁজছিল তাকে। মিরাট পুলিশ নঈমের নামে ওয়ারেন্ট জারি করে। মাথার দাম রাখা হয়েছিল ৫০ হাজার টাকা।

নঈমের সৎ দাদা ও তাঁর পরিবারকে খুনের বিষয়ে এলাকার এএসপি বলেন, "লিসারি পুলিশ স্টেশনে পাঁচটি দেহ উদ্ধারের খবর আসে। পুলিশ গিয়ে এক দম্পতি ও তিন সন্তানের দেহ উদ্ধার করে। তাদের মাথায় গভীর ক্ষত ছিল।" এই ঘটনার পর থেকে পলাতক ছিল নঈম। এবার পুলিশের গুলিত খতম হল সে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের এনকাউন্টার যোগীরাজ্যে।
  • লিশের গুলিতে খতম তিন রাজ্যের একাধিক খুনের মামলায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী।
  • শনিবার সকালে বিষয়টি সামনে এনেছে মিরাট পুলিশ।
Advertisement