shono
Advertisement

সার্বিকভাবে কমেছে দেশের ধনকুবেরদের সম্পদের পরিমাণ, রিপোর্টে উঠে এল নেপথ্য কারণ

তবে আগামী কয়েক বছরে আশার আলোই দেখাচ্ছে ওই রিপোর্ট।
Posted: 09:14 AM Jun 23, 2021Updated: 09:14 AM Jun 23, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকেশ আম্বানি (Mukesh Ambani), গৌতম আদানি (Gautam Adani), পুনাওয়ালাদের সম্পদের পরিমাণ অতিমারীর সময়ে অনেকটা বাড়লেও সামগ্রিক ভাবে ভারতের ধনকুবেরদের সম্পদের পরিমাণ ৪.৪ শতাংশ হ্রাস পেয়েছে। যেহেতু টাকার দর পড়ে গিয়েছে, সেই কারণেই এমন ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। এক রিপোর্টের দাবি তেমনটাই।

Advertisement

২০২০ সালের মার্চে দেশব্যাপী লকডাউন ও অতিমারীর (Pandemic) ধাক্কায় দেশের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছি‌ল‌। বহু মানুষ কর্মহীন হয়েছিলেন। বন্ধ হয়ে গিয়েছিল বহু সংস্থা। কিন্তু দেশের ধনকুবেরদের ক্ষেত্রে ছবিটা অন্য ছিল। রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি তো বটেই, রাতারাতি দেশের ধনকুবেরদের তালিকায় শীর্ষে উঠে আসেন আদানি গ্রুপের গৌতম আদানি। অতিমারীর ধাক্কা সামলে তাঁদের সম্পত্তিও বাড়ে। কিন্তু টাকার দর পড়ে যাওয়ায় সামগ্রিক ছবিটা ক্ষতির কথাই ফুটিয়ে তুলছে। ‘ক্রেডিট সুসে রিসার্চ ইনস্টিটিউট’-এর এক রিপোর্টের দাবি তেমনটাই।

[আরও পড়ুন: গালওয়ানে সেনামৃত্যুর সংখ্যা কমিয়ে বলেছে চিন! অভিযোগ তোলায় গ্রেপ্তার বেজিংয়ের তিন ব্লগার]

মুকেশ আম্বানি ২০২০ সালে প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা রোজগার করেছেন। মোট উপার্জন ২ লক্ষ ৭৭ হাজার ৭০০ কোটি টাকা। একই ভাবে গৌতম আদানির সম্পদের পরিমাণও ১৬.২ বিলিয়ন মার্কিন ডলার থেকে একলাফে ৬৭.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায়। বাকিদের ক্ষেত্রেও পরিসংখ্যান রীতিমতো চমকপ্রদ। কিন্তু তা সত্ত্বেও ২০২০ সালের হিসেবে দেশের ধনকুবেরদের সামগ্রিক সম্পদের পরিমাণ ১২.৮৩ ট্রিলিয়ন‌ মার্কিন ডলার। যা ২০১৯ সালের তুলনায় ৪.৪ শতাংশ বা ৫৯৪ মার্কিন ডলার কম।

তবে এই পরিসংখ্যান যতই হতাশাব্যাঞ্জক হোক, আগামিদিনে এই ধাক্কা সামলে উঠে দেশের শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ যে সামগ্রিক ভাবেই অনেকটা বাড়বে তারই হদিশ মিলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৫ সালের মধ্যে দেশের ধনকুবেরদের সম্পদের পরিমাণ ৮১.৮ শতাংশ বাড়তে চলেছে।

[আরও পড়ুন: গালওয়ানের বদলা নিতে চোরা হামলা! চিনা হ্যাকারদের নজরে ভারতের একাধিক বন্দর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement