সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছরের প্রতিক্ষার পর কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে দিল্লি এখন বিজেপির দখলে। ফলাফলের (Delhi Election Results 2025) ট্রেন্ড বলছে ৭০ আসনের দিল্লিতে ৪৮টির বেশি আসনে এগিয়ে বিজেপি। অন্যদিকে, মাত্র ২২ আসনে এগিয়ে আপ। ধরাশায়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো ভিভিআইপি মুখ। তবে সাফল্য ও ব্যর্থতার ভিড়ে আলাদাভাবে নজর কাড়ছে বেশ কিছু মুখ। ভোটের ফলাফলে কী হাল, দিল্লি দাঙ্গায় অভিযুক্ত থেকে ঘৃণা ভাষণ ও বিতর্কিত মন্তব্যে চর্চায় থাকা প্রার্থীরা।
এবারের দিল্লি নির্বাচনের শুরু থেকে একের পর এক বিতর্কিত মন্তব্যে চর্চায় ছিলেন রমেশ বিধুরী। মুখ্যমন্ত্রী অতিশীকে লাগাতার কুমন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও বলেছেন, 'বাবা বদলে ফেলেছেন অতিশী।' তো কখনও বলেছেন প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানাবেন। অতিশীর বাবা-মাকেও কুমন্তব্য করতে শোনা যায় তাঁকে। অতিশীর প্রতিদ্বন্দ্বী কালকাজি কেন্দ্রের এই বিজেপি প্রার্থী এবার লজ্জার হার হেরেছেন। ৩৫২১ ভোটে অতিশীর কাছে হেরেছেন তিনি।
প্রবেশ বর্মা: দিল্লি নির্বাচনে বিজেপির আর এক বিতর্কিত মুখ এই প্রবেশ ভর্মা। এবারের নির্বাচনে নয়া দিল্লি আসনে খোদ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁকে টিকিট দিয়েছিল বিজেপি। ২০২০ সালের দিল্লি দাঙ্গায় লাগাতার ঘৃণাভাষণের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই প্রবেশ বর্মাই সিএএ- এনআরসি আন্দোলনের সময় এক ঘণ্টায় শাহিনবাগ ‘খালি’ করার হুঁশিয়ারি দেন তিনি। এমনকী প্রবেশকে এও বলতে শোনা যায়, “শাহিনবাগের আন্দোলনকারীরা হিন্দুদের জন্য বিপদের কারণ। বাড়িতে ঢুকে ধর্ষণ করে যাবে।” এহেন প্রবেশ বর্মা এবার অরবিন্দ কেজরিওয়ালকে ৪,০৪৯ ভোটে হারিয়েছেন জয়ী হয়েছেন।
কপিল মিশ্র: ২০২০ সালের দিল্লি দাঙ্গায় অন্যতম অভিযুক্ত এই কপিল মিশ্র। একটা সময় আম আদমি পার্টিতে ছিলেন কপিল। পরে চলে আসেন বিজেপিতে। ২০২০ সালে দিল্লি হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ ছিল এই বিজেপি নেতার বিরুদ্ধে। দিল্লির কারাওয়াল নগর কেন্দ্র এবার তাঁকে প্রার্থী করে বিজেপি। এখানে আপের প্রার্থী ছিলেন মনোজ কুমার ত্যাগী। আপের প্রার্থীকে ২৩,৩৫৫ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কপিল।
তাহির হুসেন: দিল্লি দাঙ্গায় অন্যতম অভিযুক্ত এই তাহির হুসেন। একটা সময়ে আপের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তাহির। যদিও পরে আসাদুদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম-তে যোগ দেন। এবারের নির্বাচনে মুস্তাফাবাদ কেন্দ্র থেকে তাঁকে টিকিটও দেওয়া হয়। এই কেন্দ্রে তৃতীয় স্থান পেয়েছেন তাহির হুসেন। এখানে জয়ী প্রার্থী মোহন সিং বিস্ত। দ্বিতীয় স্থানে রয়েছেন আপের আদিল আহমেদ খান।