shono
Advertisement
TMC

মোদির আমলে কেন একবারও হয়নি শ্রমিক সম্মেলন, প্রশ্ন তুলে সংসদীয় কমিটিতে সরব তৃণমূল

দাবিকে সমর্থন কংগ্রেস, বাম-সহ বিরোধীদেরও।
Published By: Biswadip DeyPosted: 09:22 PM Nov 06, 2025Updated: 09:22 PM Nov 06, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: নরেন্দ্র মোদি মসনদে বসার পর থেকে কোনও শ্রমিক সম্মেলন হয়নি কেন প্রশ্ন তুলে সংসদীয় কমিটিতে সরব তৃণমূল কংগ্রেস। অবিলম্বে জাতীয় স্তরের শ্রমিক সম্মেলনের আয়োজন করতে হবে বলে ঘাসফুল শিবিরের দাবিকে সমর্থন কংগ্রেস, বাম-সহ বিরোধীদের। বৃহস্পতিবার সংসদের শ্রম বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) প্রেক্ষিতে ভারতে কী কী কাজ হয়েছে সেই বিষয়ের উপরে আলোচনার সময়ই এই প্রসঙ্গ উঠে আসে।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন কেন মোদি জমানায় শ্রমিক সম্মেলন বন্ধ রয়েছে, সেই প্রশ্ন তুলে। তিনি জানান, ১৯৪২ সাল থেকে এযাবৎ দেশে ৪৬ বার শ্রমিক সম্মেলন হয়েছে। কিন্তু গত ১১ বছরে তা হয়নি। শেষবার হয়েছিল ২০১৫ সালের জুলাই মাসে। এই তথ্য ও পরিসংখ্যান কমিটির বৈঠকে তুলে ধরেন তিনি।

সূত্রের খবর, অবিলম্বে যাতে কেন্দ্র সরকারের তরফ থেকে শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয় তার জন্য কমিটিকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে বলেও এদিনের বৈঠকে দাবি করেছেন ঋতব্রত। জানান, শ্রমিক সম্মেলনেই একমাত্র ত্রিপাক্ষিক আলোচনার সুযোগ থাকে যেখানে শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং সরকারপক্ষ এক টেবিলে কথা বলার সুযোগ পান। এবং এখানে শ্রমিকদের আসল সমস্যার কথা উঠে আসে বলেই তার সমাধান করা সম্ভব।

এদিকে সূত্রানুসারে এও জানা গিয়েছে যে, কমিটিতে থাকা কংগ্রেস, বাম-সহ বিরোধী দলের সাংসদরাও ঋতব্রতর সুরে সুর মিলিয়েই অবিলম্বে শ্রমিক সম্মেলন আয়োজন করতে হবে বলে দাবি জানান। কমিটির সামনে এদিন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সচিব-সহ অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কেন শ্রমিক সম্মেলন বন্ধ রয়েছে সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি।

দপ্তরের নতুন সচিব হিসেবে বন্দনা গুরনানি খুব কম দিন কাজের দায়িত্ব নিয়েছেন তাই এবিষয়ে পরে জানানো হবে বলেই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলেই মনে করছে বিরোধী শিবির। তবে, স্থায়ী কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বাসবরাজ বোম্মাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলেই কমিটি সদস্যদের আশ্বস্ত করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নরেন্দ্র মোদি মসনদে বসার পর থেকে কোনও শ্রমিক সম্মেলন হয়নি কেন প্রশ্ন তুলে সংসদীয় কমিটিতে সরব তৃণমূল কংগ্রেস।
  • অবিলম্বে জাতীয় স্তরের শ্রমিক সম্মেলনের আয়োজন করতে হবে বলে ঘাসফুল শিবিরের দাবিকে সমর্থন কংগ্রেস, বাম-সহ বিরোধীদের।
  • বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলেই মনে করছে বিরোধী শিবির।
Advertisement