shono
Advertisement
Adultery

পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক ছাড়া ভালোবাসা পরকীয়া নয়: মধ্যপ্রদেশ হাই কোর্ট

পরপুরুষের সঙ্গে প্রেম থাকলেও খোরপোশ পাওয়ার অধিকার রয়েছে মহিলার, পর্যবেক্ষণ আদালতের।
Published By: Subhajit MandalPosted: 10:48 AM Feb 14, 2025Updated: 10:48 AM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালোবাসা বা প্রেমের সম্পর্ক থাকতেই পারে। তবে শারীরিক সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেমকে পরকীয়া হিসাবে গণ্য করা যাবে না। এক খোরপোশের মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাই কোর্টের।

Advertisement

খোরপোশ সংক্রান্ত ওই মামলায় মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি জিএস আলুওয়ালিয়া জানিয়েছেন, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে কোনও মহিলার ভালোবাসার সম্পর্ক থাকতে পারে। তবে সেটিকে পরকীয়া তখনই বলা যাবে যখন দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হবে। কোনও শারীরিক সম্পর্ক না থাকলে স্রেফ প্রেমের সম্পর্ককে কোনওভাবেই পরকীয়া হিসাবে গণ্য করা যায় না।

মধ্যপ্রদেশের এক ব্যক্তি স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করে মামলা করেছিলেন হাই কোর্টে। ওই ব্যক্তির দাবি ছিল, তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে আছেন। তাই তাঁর খোরপোশ প্রাপ্য নয়। পরিবার আদালত ওই ব্যক্তির স্ত্রীকে মাসিক ৪০০০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী। তিনি সাফ বলেন, স্ত্রী পরকীয়ায় মত্ত, তাই তাঁর ভরণপোষণের টাকা পাওয়ার অধিকারই নেয়।

ওই মামলাটি খারিজ করে দিয়ে বিচারপতি জিএস আলুওয়ালিয়া জানিয়েছেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪(৫) ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ১২৫ (৪) ধারায় বলা হয়েছে, কেউ পরকীয়ায় লিপ্ত থাকলে ভরণপোষণের খরচ দিতে আপত্তি জানানো যেতে পারে। কিন্তু এক্ষেত্রে মহিলার সম্পর্ককে পরকীয়া বলা যাবে না। কারণ শারীরিক সম্পর্ক ছাড়া শুধু ভালোবাসার সম্পর্ককে কোনওভাবেই পরকীয়া বলা যেতে পারে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শারীরিক সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেমকে পরকীয়া হিসাবে গণ্য করা যাবে না।
  • খোরপোশের মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাই কোর্টের।
Advertisement