shono
Advertisement
Yogi Adityanath

উত্তরপ্রদেশে বিদেশি বিনিয়োগ টানতে বড় উদ্যোগ, ‘ইনভেস্ট ইউপি’ পুনর্গঠনের সিদ্ধান্ত যোগীর

কী জানালেন যোগী?
Published By: Hemant MaithilPosted: 08:29 PM Oct 14, 2025Updated: 08:30 PM Oct 14, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশে বিদেশি বিনিয়োগ টানতে নয়া উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি সংস্থা ‘ইনভেস্ট ইউপি’-র পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার এই মর্মে উত্তরপ্রদেশ সরকার একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ‘সোমবার ইনভেস্ট ইউপি গভর্নিং বডির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্থাটিকে আরও দক্ষ করে তুলতে এটিকে পুনর্গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।’

Advertisement

জানা গিয়েছে, নতুন উদ্যোগ অনুযায়ী, অটোমোবাইল, রাসায়নিক, ইলেকট্রনিক্স, বস্ত্র প্রভৃতি ক্ষেত্রগুলির জন্য বিশেষ সেল স্থাপন করা হবে। একইসঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে এবং উত্তরপ্রদেশে আরও বেশি বিনিয়োগ আকর্ষণ করতে মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং নয়াদিল্লিতে নতুন অফিস নির্মাণ করা হবে। নতুন এই অফিসগুলির কার্যক্রমে স্বচ্ছতা এবং দক্ষতা বজায় রাখারও আহ্বান জানান যোগী। কর্মকর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, উত্তরপ্রদেশের শিল্প ভাবমূর্তি আরও উন্নত করতে হবে। বিনিয়োগের ফলাফল নিয়ে প্রতিটি দেশের ডেস্ককে বিশেষ মনযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন যোগী।

যোগী বলেন, "বিনিয়োগের ক্ষেত্রে উত্তরপ্রদেশ একটি মডেলে পরিণত হয়েছে। বহুজাতিক সংস্থাগুলির কাছে বিনিয়োগের প্রথম পছন্দ উত্তরপ্রদেশ। বর্তমানে, জাপান, কোরিয়া এবং তাইওয়ানের প্রধান সংস্থাগুলি-সহ ২১৯টি সংস্থা রাজ্যে বিনিয়োগের জন্য আবেদন করেছে।" এই বিনিয়োগ প্রস্তাবগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সেগুলিকে সফলভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশে বিদেশি বিনিয়োগ টানতে নয়া উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • সরকারি সংস্থা ‘ইনভেস্ট ইউপি’-র পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
  • সোমবার এই মর্মে উত্তরপ্রদেশ সরকার একটি বিবৃতি জারি করেছে।
Advertisement