shono
Advertisement
Uttar Pradesh

কর্ম সংস্থান হবে ১ লক্ষের, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষায় নয়া নীতির অনুমোদন যোগীর মন্ত্রিসভার

এই নীতির মাধ্যমে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ টানা যাবে বলে আশাবাদী যোগী সরকার।
Published By: Hemant MaithilPosted: 11:51 AM Jan 23, 2025Updated: 11:51 AM Jan 23, 2025

হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: বিশ্বে সাড়া ফেলে প্রয়াগরাজে বিরাজমান মহাকুম্ভ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আয়োজনের প্রশংসা চারদিকে। এই ধর্মীয় সমাবেশের মাঝেই বুধবার প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক সেরে ফেলেছেন যোগী। আর সেখানেই রাজ্যের উন্নয়নের জন্য মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন নীতির অনুমোদন দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে কর্ম সংস্থান হবে প্রায় এক লক্ষ যুবক-যুবতীর।

Advertisement

জানা গিয়েছে, প্রয়াগরাজের ত্রিবেণী কমপ্লেক্সে অনুষ্ঠিত এদিনের বৈঠকে প্রধান ১০টি প্রস্তাব দেওয়া হয়। যা সবগুলোতেই অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবের মধ্যে রয়েছে মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়ন ও কর্মসংস্থান নীতি ২০২৪। এই নীতির মাধ্যমে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ টানা যাবে বলে আশাবাদী যোগী সরকার। যা ১ লক্ষ মানুষের সরাসরি কর্ম সংস্থানে সাহায্য করবে।

নয়া এই নীতির অন্যতম লক্ষ্য গবেষণা ও উদ্ভাবন শক্তির মাধ্যমে উত্তরপ্রদেশ যাতে আগামী দিনে ভারতের প্রতিরক্ষা এবং মহাকাশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লক্ষ্য হল মহাকাশ ও প্রতিরক্ষা সেক্টরে ভারতের স্বনির্ভরতার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কোম্পানির সংখ্যা বাড়ানো। নতুন নীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সফ্টওয়্যারের ব্যবহারের উপরেও যোগ দেওয়া হয়েছে। এভাবেই আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ টানবে। এবং সরাসরি কাজের সুযোগ পাবেন ১ লক্ষ মানুষ।

পাশাপাশি এদিন যোগীর মন্ত্রিসভা শিল্প ও আর্থিক উন্নয়নের জন্য উত্তরপ্রদেশে বিদেশী শিল্প স্থাপনের লক্ষ্যে নতুন এফডিআই নীতিতেও অনুমোদন দিয়েছে। এই নীতির অধীনে, যোগী সরকার রাজ্যে বিনিয়োগকারী বিদেশী সংস্থাগুলোকে জমির উপর ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে। এর ফলে রাজ্যে আরও শিল্প বাড়বে বলে আশা করা যাচ্ছে। সব মিলিয়ে রাজ্যের উন্নতিতে ও উত্তরপ্রদেশকে অন্য শিখরে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ যোগী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক সেরে ফেলেছেন যোগী।
  • আর সেখানেই রাজ্যের উন্নয়নের জন্য মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন নীতির অনুমোদন দেওয়া হয়েছে।
  • আশা করা হচ্ছে, এর ফলে কর্ম সংস্থান হবে প্রায় এক লক্ষ যুবক-যুবতীর।
Advertisement