নন্দিতা রায়, নয়াদিল্লি: 'ইন্ডিয়া' জোটকে নেতৃত্ব দিতে যোগ্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। সপা, উদ্ধবপন্থী শিব সেনার পর এবার আরও একটি দলের নেতৃত্বের গলায় একই সুর শোনা গেল।
ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বিজয়াসাই রেড্ডি ভি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদি আদর্শ নেত্রী। তাঁর মধ্যে জোটকে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক এবং নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে। তিনি ৪২টি লোকসভা আসন সম্বলিত রাজ্যের মুখ্যমন্ত্রী। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের যোগ্যতাও প্রমাণ করেছেন।" স্বাভাবিকভাবেই তাঁর এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, ওয়াইএসআর কংগ্রেসে সময়-সময় বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেও কখনওই সরাসরি এনডিএ-তে যোগ দেয়নি। এবার লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তারা। লোকসভায় সেভাবে দাঁত ফোটাতে না পারলেও রাজ্যসভায় সাংসদ রয়েছে জগনমোহন রেড্ডির দলের। সম্প্রতি তাদের সঙ্গে ইন্ডিয়া জোটের ঘনিষ্ঠতা বেড়েছে। এমনকী, সমাজবাদী পার্টির ডাকা এক বৈঠকেও ওয়াইএসআর কংগ্রেসের প্রতিনিধিদের দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে সেই দলের রাজ্যসভার সাংসদের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটে শতাব্দী প্রাচীন কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন দিল্লির আনাচ কানাচে। বিধানসভা, লোকসভা এমনকী, বাংলায় ছয় উপনির্বাচনেও সবুজ ঝড়ের পর জোটের মুখ হিসেবে নতুন করে তৃণমূল নেত্রীর নামই উঠে আসছে। শুক্রবার ‘নিউজ ১৮ বাংলা’কে দেওয়া সাক্ষাৎকারে মমতা নিজেই জানিয়েছেন, কলকাতায় বসেই ইন্ডিয়া জোট চালাতে প্রস্তুত তিনি। এ বিষয়ে জোট শরিকদের মধ্যে সপা, শিব সেনার উদ্ধব শিবিরের গলায় সমর্থনের সুর। একই সুর শোনা গেল ওয়াইএসআর কংগ্রেস নেতৃত্বের গলায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা ছাড়তে নারাজ কংগ্রেস।