shono
Advertisement
US

ফের বিদেশে ভারতীয় পড়ুয়ার মৃত্যু, আমেরিকায় পথ দুর্ঘটনায় প্রয়াত যুবতী

সাম্প্রতিক সময়ে বারবার বিদেশে পাঠরত ও কর্মরত ভারতীয়দের মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে।
Published By: Biswadip DeyPosted: 07:28 PM Dec 15, 2024Updated: 07:28 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশে ভারতীয় পড়ুয়ার মৃত্যু। আমেরিকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ধ্রপ্রদেশের এক যুবতী। তিনি স্নাতকোত্তর পড়তে সেদেশে গিয়েছিলেন। দুর্ঘটনায় জখম দুই।

Advertisement

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম নাগাশ্রী বন্দনা পারিমালা। বয়স ২৬ বছর। তিনি আমেরিকার মেমফিস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ সায়েন্স পড়ছিলেন। গভীর রাতে আচমকাই তাঁদের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় অন্য একটি গাড়ির। সঙ্গে সঙ্গে বন্দনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

অন্ধ্রপ্রদেশের গুন্টুরে বাড়ি ওই ছাত্রীর। তাঁর বাবা একজন ব্যবসায়ী। ২০২২ সাল থেকে আমেরিকায় থাকছিলেন বন্দনা। বাকি দুজন পড়ুয়া পবন ও নিকিতাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িটিকে ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে বারবার বিদেশে পাঠরত ও কর্মরত ভারতীয়দের মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে। সম্প্রতি কানাডাতেও দুর্ঘটনায় মৃত্যু হয় আরও এক ভারতীয় পড়ুয়ার। নিহত তরুণীর বয়স ঋত্বিকা রাজপুত। ২২ বছরের ঋত্বিকা পাঞ্জাবের বাসিন্দা। কানাডা পুলিশ জানিয়েছে, ঋত্বিকা রাজপুত বন্ধুদের সঙ্গে কেলওনাতে পিকনিক করতে গিয়েছিলেন। আচমকাই সেখানে ঝড় শুরু হয়। তাঁরা তখন একটি লেকের ধারে ছিলেন। পালিয়ে কোনও ছাউনির নিচে আশ্রয় নিতে চাইছিলেন তাঁরা। আচমকাই একটি গাছ ভেঙে পড়ে ওই তরুণীর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিদেশে ভারতীয় পড়ুয়ার মৃত্যু।
  • আমেরিকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ধ্রপ্রদেশের এক যুবতী।
  • তিনি স্নাতকোত্তর পড়তে সেদেশে গিয়েছিলেন। দুর্ঘটনায় জখম দুই।
Advertisement