সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই আইপিএলের মহা নিলাম। কে কোন দলে যাবেন? ভাগ্য নির্ধারণ হয়ে যাবে বহু ভারতীয় তারকার। তাঁদের মধ্যে যেমন ঋষভ পন্থ, কেএল রাহুলরা ব্যস্ত বর্ডার গাভাসকর ট্রফিতে। আবার অনেকে খেলছেন ঘরোয়া ক্রিকেট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নেমেছেন শ্রেয়স আইয়ার, মহম্মদ শামিরা। তাঁদের মধ্যে কেউ হিট, তো কেউ ফ্লপ!
প্রথমেই আসা যাক শ্রেয়স আইয়ারের কথায়। গত মরশুমের আইপিএল জয়ী অধিনায়ক। অথচ এবার তাঁকে রিটেন করেনি কেকেআর। কিন্তু আইপিএলের মহা নিলামের আগে বিধ্বংসী ফর্মে আছেন শ্রেয়স। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুম্বইয়ের জার্সিতে আগুন ঝড়ালেন প্রাক্তন নাইট। গোয়ার বিরুদ্ধে ৫৭ বলে করলেন ১৩০ রান। হাঁকালেন ১১টি চার ও ১০টি ছয়। তাঁর ব্যাটিং ঝড়ে মুম্বই ৪ উইকেট হারিয়ে করে ২৫০ রান। নিলামে ভাগ্য নির্ধারণ হতে যাওয়া আরেক তারকা পৃথ্বী শ ২২ বলে করেন ৩৩ রান। ম্যাচও জেতে তারা।
এই ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে ছিলেন অর্জুন তেণ্ডুলকর। আদতে মুম্বইয়ের হলেও শচীনপুত্র ঘরোয়া ক্রিকেটে খেলেন গোয়ার হয়ে। বল হাতে তিনি ৪ ওভারে দিলেন ৪৮ রান। উইকেটের ঝুলি শূন্য। ব্যাট হাতে সংগ্রহ মাত্র ৯ রান। নিলামে নজর থাকবে আরেক তারকা ঈশান কিষাণের দিকে। নানা বিতর্ক সামলে ঘরোয়া ক্রিকেট থেকে দেশের জার্সিতে ফেরার চেষ্টা চলছে তাঁর। এদিন অবশ্য ঘাড়ের চোটের জন্য ঝাড়খণ্ডের হয়ে মাঠেই নামলেন না তিনি।
আর মহম্মদ শামি? প্রায় একবছর পর চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। রনজিতে দুরন্ত বোলিং করার পর এবার তাঁর পরীক্ষা ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এদিন অবশ্য পাঞ্জাবের বিরুদ্ধে বল হাতে কার্যকরী হয়ে উঠতে পারলেন না বাংলার পেসার। চার ওভারে দিলেন ৪৬ রান। শিকার মাত্র একটি উইকেট। সেখানে পাঞ্জাব কিংসের প্রাক্তন পেসার অর্শদীপ সিং এই ম্যাচে ২১ রান দিয়ে তুলেছেন ২টি উইকেট। ম্যাচ অবশ্য জিতল বাংলাই। নিলামে ভাগ্য নির্ধারণ হতে যাওয়া আরেক ক্রিকেটার শাহবাজ আহমেদের সেঞ্চুরিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয় পেল বাংলা।