shono
Advertisement

আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের আঁতাঁতের কথা স্বীকার পাকিস্তানের

মার্কিন চাপেই কি সুর বদল ইসলামাবাদের? The post আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের আঁতাঁতের কথা স্বীকার পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:10 AM Oct 06, 2017Updated: 04:40 AM Oct 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিযোগটা দীর্ঘদিনের। তবে তা কোনওদিনই মানতে চায়নি পাকিস্তান। কিন্তু, এবার মার্কিন চাপের মুখে পাক গোয়েন্দা সংস্থার আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের যোগাযোগের কথা স্বীকার করে নিলেন খোদ সংস্থার ডিজি মেজর জেনারেল আসিফ গাফুর।  তাঁর সাফাই, আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে। তবে তার মানে কখনই এটা নয়, যে পাক গোয়েন্দা সংস্থা জঙ্গি গোষ্ঠীগুলির কাজকর্মকে সমর্থন করে। পাশাপাশি, মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দের রাজনৈতিক সংগঠন মিল্লি মুসলিম লিগের পাকিস্তানে ভোটে লড়তে কোনও বাধা নেই বলে জানিয়ে দিয়েছেন আইএসআইয়ের ডিজি।

Advertisement

[ফের ডোকলামে রাস্তা বানাচ্ছে বেজিং, মোতায়েন চিনা সেনাও]

কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ হোক কিংবা জঙ্গি হামলা, সবেতেই যে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদত রয়েছে। এই অভিযোগ বারবারই করেছে ভারত। এমনকী, সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানে ‘জঙ্গিস্তান’ বলে  নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন ভারতের প্রতিনিধি এনাম গম্ভীর। রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। কিন্তু, জঙ্গি-যোগের অভিযোগ স্বীকার করা তো দূর অস্ত, উলটে ভারতের বিরুদ্ধেই বালুচিস্থানে জঙ্গি কার্যকলাপের মদত দেওয়ার পালটা অভিযোগ করে এসেছে পাকিস্তান। তবে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। সম্প্রতি মার্কিন সেনেট আমর্স কমিটিকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জোসেপ ডুনফোর্ড জানিয়েছেন, তিনি মনে করেন, পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে জঙ্গিগোষ্ঠীগুলির যোগাযোগ আছে।

[চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন এয়ার চিফ মার্শাল]

ওয়াকিবহাল মহলের মতে, মার্কিন চাপের মুখে পড়েই এবার  সুর নরম করতে বাধ্য হল পাকিস্তান। পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকার কথা স্বীকার করে নিলেন আইএসআইয়ের ডিজি। তবে তিনি বলেছেন, ‘ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকা আর জঙ্গি কার্যকলাপ সমর্থন করার মধ্যে পার্থক্য আছে। যোগাযোগ তো ইতিবাচকও হতে পারে। বিশ্বের এমন কোনও গোয়েন্দা সংস্থা নেই, যাদের এরকম কোনও যোগাযোগ নেই’।

[গুলবার্গ সোসাইটি দাঙ্গা মামলায় মোদিকে ক্লিনচিট গুজরাট হাই কোর্টের]

তবে  জঙ্গিযোগের কথা স্বীকার করে নিলেও, যথারীতি ভারতকেও আক্রমণ করেছেন আইএসআইয়ের ডিজি। মেজর জেনারেল আসিফ গাফুরের অভিযোগ, ভারতের ‘অনুপযুক্ত প্রতিক্রিয়া’র জন্য পাকিস্তানের পূর্ব সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাঁর দাবি, চলতি বছরে নিয়্ন্ত্রণরেখায় ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে ২২২ জন পাক নাগরিকের মৃত্যু হয়েছে। মেজর জেনারেল আসিফ গাফুরের হুঁশিয়ারি,  ভারতীয় সেনা যদি নিজেদের সংযত না করে, তাহলে পাকিস্তান কড়া জবাব দেবে।

[থানায় ‘জামাই আদর’ রাধে মা-কে, বিতর্কে দিল্লি পুলিশ]

The post আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের আঁতাঁতের কথা স্বীকার পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement