সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইএসএল (ISL 2024-25) শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। জানা গিয়েছে, বল গড়ানোর আগে মেগা ফুটবল টুর্নামেন্টের নিয়মে বেশ কয়েকটি পরিবর্তন করা হচ্ছে।
ক্রিকেটে রয়েছে কনকাশন সাব। এবার ইন্ডিয়ান সুপার লিগেও চালু হচ্ছে এই নিয়ম। মাথায় আঘাত পাওয়ার জন্য কোনও ফুটবলার যদি খেলতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিবর্তে অন্য ফুটবলার নামানো যাবে। ম্যাচে প্রতিটি দল একটি কনকাশন সাবের সুবিধা পাবে।
[আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেন থেকে বিদায় রোহন বোপান্নার, মিক্সড ডাবলসের সেমিফাইনালে হার]
তাছাড়াও আরও কয়েকটি নিয়মে পরিবর্তন হতে চলেছে আইএসএলে। প্রতিটি দলে একজন ভারতীয় সহকারী কোচ রাখতেই হবে। কোনও দলের প্রধান কোচ যদি দায়িত্ব ছেড়ে দেন বা তাঁকে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই ভারতীয় সহকারী কোচকেই দলের অন্তর্বর্তী কোচ করা হবে। আরও একটি নিয়ম চালু করা হবে আইএসএলে।
কোনও দলের খেলোয়াড় যদি লাল কার্ড দেখেন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের দল যদি মনে করে এই লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক নয়, তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই সিদ্ধান্ত নিয়ে আবেদন করা যাবে।
[আরও পড়ুন: ‘আমি কিছু আশা করছি না’, দলীপ ট্রফিতে নামার আগে বার্তা পন্থের]