shono
Advertisement

Breaking News

AIDS

সোনাগাছির ১০০ যৌনকর্মীর বিনামূল্যে এইডস পরীক্ষা, মানবিক উদ্যোগ জেআইএমএসের

বিশ্ব এইডস দিবসে এই পদক্ষেপ করল জেআইএমএস।
Published By: Biswadip DeyPosted: 07:52 PM Nov 23, 2024Updated: 07:56 PM Nov 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক মানবিক পদক্ষেপ করল জগন্নাথ গুপ্ত ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল তথা জেআইএমএস হাসপাতাল। শনিবার সোনাগাছির ১০০ জন যৌনকর্মীর বিনামূল্যে এইডস পরীক্ষার ব্যবস্থা করা হল এখানে। এমন উদ্যোগের লক্ষ্য এই মারণ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক সনাক্তকরণে উৎসাহ প্রদান এবং এইডস প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন ও নির্দেশনা প্রদান।

Advertisement

এদিন হাসপাতালের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্তের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরীক্ষার পাশাপাশি ছিল পরামর্শের সেশন। আয়োজিত হয় শিক্ষামূলক কর্মশালা। যেখানে অংশগ্রহণকারীরা প্রাথমিক সনাক্তকরণের গুরুত্ব এবং নিরাপদ অভ্যাস গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন।

এদিনের অনুষ্ঠানে কৃষ্ণকুমার বলেন, ''বিশ্ব এইডস দিবসে আমরা সেই সম্প্রদায়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যাদের প্রায়ই এড়িয়ে যাওয়া হয়। সোনাগাছির মহিলাদের কাছে পৌঁছনোর লক্ষ্যই সময়মতো পরীক্ষা করানোয় উৎসাহ দান ও সচেতনতার প্রসার ঘটানো।''

সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ''আমাদের হাসপাতালে আমরা এমন এক পরিবেশ তৈরি করেছি, যেখানে বৈষম্যের উর্ধ্বে উঠে সকলের জন্যই তৈরি রয়েছে চিকিৎসার সুযোগ। এই সমবেদনা ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই আমরা এইডসের চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারব।'' প্রসঙ্গত, ১ হাজার ৫০টি শয্যাবিশিষ্ট এই হাসপাতালে রয়েছে ৩২ শয্যার এমার্জেন্সি ওয়ার্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক মানবিক পদক্ষেপ করল জেআইএমএস হাসপাতাল।
  • শনিবার সোনাগাছির ১০০ জন যৌনকর্মীর বিনামূল্যে এইডস পরীক্ষার ব্যবস্থা করা হল এখানে।
  • এমন উদ্যোগের লক্ষ্য এই মারণ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক সনাক্তকরণে উৎসাহ প্রদান এবং এইডস প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন ও নির্দেশনা প্রদান।
Advertisement