shono
Advertisement

জেএনইউ-তে ফি বৃদ্ধি বিতর্কে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল ABVP

কিছুতেই কাটছে না জেএনইউ জট। The post জেএনইউ-তে ফি বৃদ্ধি বিতর্কে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল ABVP appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Nov 22, 2019Updated: 03:12 PM Nov 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেল ফি বৃদ্ধি নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়াল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। শুধু তাই নয় এদিন কেন্দ্রের বিরুদ্ধে বেনজিরভাবে কড়া স্বর শোনা গেল সংগঠনটির গলায়।

Advertisement

বৃহস্পতিবার মান্ডি হাউস থেকে শুরু হওয়া এক বিক্ষোভ কর্মসূচীতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে সংগঠনটি। ABVP-র রাজ্যসচিব সিদ্ধার্থ যাদব সাফ বলেন, ‘আমরা কোনও রাজনৈতিক দলের অধীনে কাজ করি না।আমাদের উদ্দেশ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা। ক্ষমতায় যে সরকারই থাকুক না কেন, আমরা আমাদের কাজ করে যাব। জেএনইউতে তৈরি পরিস্থিতির জন্য আমরা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিযালের পদত্যাগের দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, হস্টেল ফি বৃদ্ধি নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে গত বুধবার শাস্ত্রী ভবনে বৈঠকে যোগ দিয়েছিলেন পড়ুয়ারা। কিন্তু জট তাতেও কাটেনি জট। অভিযোগ, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে তৈরি তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি শুধুই পড়ুয়াদের কথা শুনেছে এবং নিজেদের প্রস্তাব পেশ করেছে। কোনও সমাধান সূত্র বের করে দিতে পারেনি। দীর্ঘক্ষণ বৈঠকের পর বেরিয়ে এমনই জানান জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ।

তিনগুণ বেড়েছে হস্টেলের ফি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করা আর যে কোনও পড়ুয়ার আয়ত্বে নেই। তা মুষ্টিমেয় মানুষজনের জন্য সীমাবদ্ধ হয়ে গিয়েছে।এই অভিযোগে সরব হয়ে ছাত্র সংসদ দাবি তোলে, বর্ধিত ফি পুরোটাই প্রত্যাহার করে নিতে হবে। অধিকার দিতে হবে সবাইকে। এই দাবির মুখে পড়ে শুধুমাত্র দারিদ্রসীমার নিচে থাকা ছাত্রছাত্রীদের জন্য এই ফি তুলে নিয়েছে কর্তৃপক্ষ। তা মেনে নিতে নারাজ ছাত্র সংসদ। আন্দোলনে নেমেছেন তাঁরা। যার জেরে অচলাবস্থা তৈরি হয়েছে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে। তা কাটাতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জেএনইউ-এর পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের জন্য উচ্চপর্যায়ের কমিটি গড়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: এক স্বপ্নপূরণের গল্প, যুবককে ফোন করে চাকরি দিলেন স্বয়ং রতন টাটা]

 

The post জেএনইউ-তে ফি বৃদ্ধি বিতর্কে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল ABVP appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার