shono
Advertisement

Breaking News

Bowbazar

বউবাজারে বাড়ির চাঙড় ভেঙে জখম ১, মেট্রোর কাজকেই দায়ী করছেন স্থানীয়রা

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 05:19 PM Dec 07, 2025Updated: 05:27 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউবাজারে ফের বাড়ি বিপর্যয়। ছুটির বিকেলে আচমকা ভেঙে পড়ল মদন দত্ত লেনের একটি পুরনো বাড়ির চাঙড়। গুরুতর জখম এক ব্যক্তি। খবর পেয়েই ছুটে যান কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। বাসিন্দাদের দাবি, মেট্রো চলাচলের কারণেই এই বিপত্তি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, মেট্রোর ইঞ্জিনিয়ার-সহ অন্যান্য আধিকারিকরা। 

Advertisement

মেট্রোর কাজের জন্য ২০১৯ সাল থেকে একাধিকবার একাধিকবার বউবাজারে বাড়ি বিপর্যয় হয়েছে। বাড়িতে ফাটল দেখা দেওয়ায় দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন ও সংলগ্ন এলাকার বাসিন্দারা মাসের পর মাস ঘরছাড়া ছিলেন বাসিন্দারা।  গতবছরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ফলে বহু পরিবারকে অন্যত্র সংসার পাততে হয়েছিল। পরবর্তীতে মাস আটেক আগে ফের পুরনো বাড়িতে ফেরেন তাঁরা। সেই তালিকায় ছিলেন মদন দত্ত লেনের এই বাড়ির বাসিন্দারাও। পরিবারের সদস্যদের দাবি, মেট্রো চলাচলে তাঁদের বাড়িতে কম্পন অনুভূত হত। দিন দশেক আগে তাঁরা বিষয়টা মেট্রো কর্তৃপক্ষকে জানিয়েওছিল। তারই মাঝে এদিনের বিপর্যয়।

রবিবার দুপুরের দিকে আচমকা ভেঙে পড়ে বাড়ির চাঙড়। জখম হন ১ জন। ওই প্রাচীন বাড়িতে প্রায় ১৫ টি পরিবারের বাস। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই দাবি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান  কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি কাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, মেট্রোর ইঞ্জিনিয়ার। স্থানীয়দের সঙ্গে কথা বলে মেট্রোর ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন নয়না। তিনি বলেন, "এরা তো বলেছে জানিয়েছিল যে ভাইব্রেশন হচ্ছে, তারপরও কেন কোনও পদক্ষেপ করল না মেট্রো।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বউবাজারে ফের বাড়ি বিপর্যয়। ছুটির বিকেলে আচমকা ভেঙে পড়ল পুরনো বাড়ির চাঙড়।
  • গুরুতর জখম এক ব্যক্তি।
  • খবর পেয়েই ছুটে যান কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
Advertisement