বিমানযাত্রীর ব্যাগে গুলি! বোর্ডিংয়ের সময় দমদম বিমানবন্দর থেকে পাকড়াও যুবক

05:08 PM Feb 04, 2023 |
Advertisement

দীপালি সেন: বিমানযাত্রীর ব্যাগে গুলি! কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জোর হইচই। এয়ার এশিয়ার বিমানে বোর্ডিংয়ের সময় দমদম বিমানবন্দর থেকে পাকড়াও অভিযুক্ত। ধৃত মহম্মদ গালিব বেঙ্গালুরুতে যাচ্ছিল। তার হ্যান্ডব্যাগ থেকে চার রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।

Advertisement

ধৃত মহম্মদ গালিব বিহারের বাসিন্দা। শনিবার সকালে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিল সে। কলকাতা বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার বিমানে চড়ে বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল। নিজের হ্যান্ডব্যাগ তল্লাশির সময় কিছুটা ইতঃস্তত করে মহম্মদ গালিব। তাতেই প্রাথমিকভাবে সন্দেহ দানা বাঁধে। তল্লাশি চলাকালীন সিআইএসএফ জওয়ানরা ব্যাগ থেকে চার রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেন।

Advertising
Advertising

[আরও পড়ুন: দুর্ঘটনার মুখে বাবুল সুপ্রিয়র কনভয়, কেমন আছেন বিধায়ক?]

তৎক্ষণাৎ বিমানবন্দরে শোরগোল পড়ে যায়। নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। কার্তুজ-সহ মহম্মদ গালিবকে গ্রেপ্তার করা হয়। কী কারণে বিমানে যাওয়ার সময় হ্যান্ডব্যাগে কার্তুজ ছিল তার, তা এখনও জানা যায়নি। মহম্মদ গালিব এর আগেও কোনও অপরাধমূলক কাজ করেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টা আগে ডলার-সহ বিমানবন্দরে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ কোটি ৮২ লক্ষ টাকা মূল্যের ডলার বাজেয়াপ্ত করা হয়। ডলার ব্যাংককে পাচারের চেষ্টা করে বলেই অভিযোগ। ওই তিনজন হাওড়া এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃত তিনজনেরই ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিমানযাত্রীর ব্যাগ থেকে গুলি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য।

[আরও পড়ুন: জয়সলমেরের দূর্গে চোখ ধাঁধানো ব্যবস্থা, বিয়ের শুরুতে বিশেষ গানে নাচবেন সিদ্ধার্থ-কিয়ারা]

Advertisement
Next