shono
Advertisement

কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসের বলি আরও ১, কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু প্রৌঢ়ার

এনআরএসে ভরতি এক ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের বাদ গিয়েছে চোখ।
Posted: 09:24 PM Jun 01, 2021Updated: 09:24 PM Jun 01, 2021

অভিরূপ দাস: রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের বলি আরও ১ জন। মঙ্গলবার ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্ত হয়ে ষাটোর্ধ এক প্রৌঢ়ার মৃত্যু হল কলকাতা মেডিক্যাল কলেজে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৫, মৃত ৪।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, ওই প্রৌঢ়া আগেই করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছিলেন। সে সময় তাঁকে স্টেরয়েড দেওয়া হয়। করোনামুক্ত হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন তিনি। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College Kolkata) ভরতি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণে রোগী মৃত্যু নিয়ে কিছু বলতে চাননি সুপার মানব নন্দী।

[আরও পড়ুন: ঝাড়ফুঁকের জেরে অসুুস্থ অনেকেই! মালদহে ডাইনি অপবাদে ৩ জনকে কোপাল স্থানীয়রা]

করোনা মুক্ত হওয়ার পর মুখ অসার হয়ে গিয়েছে। নাক থেকে বেরোচ্ছে পুজ। গত ১ মাসে এমন ৭ রোগী এসেছেন কলকাতা মেডিক্যালে। পরবর্তীকালে দেখা গিয়েছে এরা সকলেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। অন্যদিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজেও এই মুহূর্তে ব্ল্যাক ফাঙ্গাসের শিকার হয়ে ভরতি রয়েছেন তিন রোগী। হাসপাতাল সূত্রে খবর, এর মধ্যে একজনের চোখ সম্পূর্ণ বাদ দিতে হয়েছে। কোভিড চিকিৎসায় অনিয়ন্ত্রিত স্টেরয়েডের ব্যবহার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বারোটা বাজিয়ে দেয়। সেই সুযোগেই শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ধুলোবালির সঙ্গে মানবদেহে ঢুকে পরে ব্ল্যাক ফাঙ্গাস। তবে, এই ফাঙ্গাস ছোঁয়াচে নয়। এক জনের থেকে অন্য জনের মধ্যে সংক্রমিত হয় না। চিকিৎসকরা জানিয়েছেন, নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে কালো পুঁজ বেরনো, চোয়ালে ব্যথা, মুখের এক দিকে ব্যথা, অবশ হয়ে যাওয়া বা ফুলে যাওয়া শরীরে ব্ল্যাক ফাঙ্গাস প্রবেশের উপসর্গ। এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে প্রতিটি হাসপাতালকে জানানো হয়েছে, কোনও রোগীর মধ্যে এমন উপসর্গ দেখা দিলেই তাঁর সম্পর্কে সমস্ত তথ্য দ্রুত পাঠাতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement