shono
Advertisement

Breaking News

SSKM

পুলিশের সামনেই যুবককে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি! উত্তপ্ত এসএসকেএম

আক্রান্ত যুবককে আটক করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 05:54 PM Nov 09, 2025Updated: 05:54 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসকেএমে পুলিশের সামনেই যুবককে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল রোগীর আত্মীয়দের দিকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পুলিশ আক্রান্ত যুবককে উদ্ধার করে ভবানীপুর থানায় নিয়ে যায় বলে খবর। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

চিকিৎসার জন্য বহু দূর-দূরান্তের রোগীরা আসেন কলকাতার এসএসকেএমে। পরিবারের সদস্যরা দিনের পর পর হাসপাতাল চত্বরেই কোনওরকমে দিন কাটান। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই হাসপাতাল চত্বরে থাকা রোগীর আত্মীয়দের টাকা, মোবাইল ভ্যানিশ হয়ে যাচ্ছিল। কিন্তু কে নেপথ্যে তা বুঝে উঠতে পারছিলেন না কেউ। দাবি, এদিন নাকি মোবাইল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে যান এক যুবক। স্বাভাবিকভাবেই সকলের রাগ গিয়ে পড়ে তার উপর।

অভিযোগ, হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়রা ওই যুবকের উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করতে থাকে। হাসপাতালে কর্তব্যরত পুলিশের সামনেই যুবককে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণের চেষ্টায় উত্তেজিত জনতাকে শান্ত করে পুলিশ। আটক করা হয় আক্রান্তকে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষী শাস্তি পাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসএসকেএমে পুলিশের সামনেই যুবককে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল রোগীর আত্মীয়দের দিকে।
  • ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
  • পুলিশ আক্রান্ত যুবককে উদ্ধার করে ভবানীপুর থানায় নিয়ে যায় বলে খবর। শুরু হয়েছে তদন্ত।
Advertisement