shono
Advertisement

মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, জানেন কেন?

ব্যাপারটা কী?
Posted: 09:39 PM Jun 07, 2022Updated: 09:39 PM Jun 07, 2022

গোবিন্দ রায়: সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এবার সেই বিচারপতির মুখেই মুখ্যমন্ত্রীর নামে প্রশংসা!

Advertisement

ব্লাড ক্যানসারে আক্রান্ত অসহায় চাকরি প্রার্থী সোমা দাসের প্রতি রাজ্যকে মানবিক হতে বলেছিলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। আদালতের সেই নির্দেশের পর বীরভূমের স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন এসএসসি-র চাকরিপ্রার্থী ক্যান্সার আক্রান্ত সোমা দাস৷ সোমার চাকরি পাওয়ায় মঙ্গলবার হাই কোর্টের ভরা এজলাসে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভুয়সী প্রশংসা করে, ধন্যবাদ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

[আরও পড়ুন: ‘অভিযুক্ত পুলিশ, পুলিশি তদন্তে আস্থা থাকবে কীভাবে?’, আনিস কাণ্ডে কড়া প্রশ্ন কলকাতা হাই কোর্টের]

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি একটা অনুরোধ করেছিলাম। সরকারের শীর্ষ স্তরের আধিকারিকদের বিবেচনা করতে বলেছিলাম। আমি জানতে পারলাম সোমা স্কুলে যোগদান করেছে। সেটা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি খুব খুশি হয়েছি।” এছাড়াও বিচারপতির হস্তক্ষেপে এক আদিবাসী ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে পেরেছে। রাজ্যের আইনজীবী সুপ্রিয় চট্টোপাধ্যায় জানান, মাত্র তিন মাস ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে ছাত্রটি এবারের মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেয়েছে সে। এ কথা শুনে বিচারপতির মন্তব্য, “তাই নাকি? দারুণ। আজ এই খবর শুনে খুব ভাল লাগছে। ছাত্রটির সঙ্গে এজলাসে কথা বলতে চাই। পরবতী শুনানির দিন তাঁকে নিয়ে আসুন।”‘

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের (SSC) স্টেট লেভেল সিলেকশন টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি না পেয়ে বেশ কয়েকবছর ধরে আন্দোলন চালাচ্ছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে এই চাকরিপ্রার্থীরা বেশ কয়েকমাস অনশন-আন্দোলনও চালান। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস। তিনি রক্তের ক্যানসারে আক্রান্ত। এসএসসির আন্দোলনের মাঝেই চলছে তাঁর চিকিৎসা।

[আরও পড়ুন: খুনের পর কোন পথে ভিড়ে মিশে গিয়েছিল আততায়ী? ভবানীপুরে দম্পতি খুনে প্রশ্ন পুলিশ মহলেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement