বিধান নস্কর, সল্টলেক: সাতসকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়ংকর দুর্ঘটনা। লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাপক্যাব। গুরুতর জখম ৩ জন। পুলিশের তরফে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। আটক করা হয়েছে লরির চালককে।
শুক্রবার সকাল থেকেই কুয়ার দাপট রাজ্যজুড়ে। একহাত দূরের জিনিসও দেখতে বেশ সমস্যায় হয়েছে ভোরের দিকে। এদিন সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি অ্যাপ ক্যাব। ঢালাই কারখানার কাছে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। আচমকা পিছন থেকে ক্যাবটিকে ধাক্কা দেয় একটি বালি ভর্তি লরি। লরিটি দ্রুত গতিতে থাকায় একেবারে দুমড়ে-মুচ়ড়ে যায় ক্যাবটি। ভিতরে থাকা দুই যাত্রী ও চালক গুরুতর জখম হন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এদিকে ইতিমধ্যেই লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ক্যাবটিকেও উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, লরিচালককে আটক করা হয়েছে। লরিটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না। লরির গতিবেগ কত ছিল, চালক মদ্যপ ছিলেন কি না, তাও দেখা হচ্ছে। তবে কুয়াশার জেরেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।