shono
Advertisement

‘মৌলিক কর্তব্য পালন করুন’, ‍সংবিধান দিবসে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

সকলকে মৌলিক কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজ্যপাল।
Posted: 12:43 PM Nov 26, 2020Updated: 12:43 PM Nov 26, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধান দিবসের (Constitution Day) সকালে ফের টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যপাল। পরামর্শ দিলেন সংবিধান মেনে বাংলা শাসনের। এদিন সরকারি কর্মীদেরও নিশানা করেন জগদীপ ধনকড়।

Advertisement

রাজ্য-রাজ্যপালের সম্পর্ক কোনওদিন মধুর নয়। বারবার একাধিক ইস্যুতে একে অপরকে নিশানা করেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল। বাঁকুড়ার সভা থেকে নাম না করেই বারবার টুইটে রাজ্যের কাজের সমালোচনা করা নিয়ে ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল।  বৃহস্পতিবার ফের টুইটে মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সংবিধান দিবসের সকালে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল। একটি টুইটে সকলকে মৌলিক কর্তব্য পালনে প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

[আরও পড়ুন: বাম-কংগ্রেসের ডাকা বন্‌ধে অশান্তির আশঙ্কা, পরিস্থিতি মোকাবিলায় পথে নামবে অতিরিক্ত পুলিশ]

পরের টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। সংবিধান পালনের পরামর্শ দেন তিনি। সরকারি কর্মীদের উদ্দেশ্য করে লেখেন, “রাজনৈতিক মতাদর্শ ছেড়ে সরকারি কর্মীদের সংবিধানের মশাল হতে হবে।”

 

[আরও পড়ুন: দমদমে ১০ বছরের কিশোরের মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল, ময়নাতদন্তের রিপোর্ট চাইল স্বাস্থ্য কমিশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement