shono
Advertisement
Bangladesh

সোনালি বিবিকে ভারতে ফেরানোর নির্দেশ বাংলাদেশের, 'দরিদ্ররাই বিজেপির নিশানায়', তোপ TMC সাংসদের

বেশ কয়েকমাস ধরে বাংলাদেশে বন্দি বীরভূমের ৬ জন পরিযায়ী শ্রমিক।
Published By: Tiyasha SarkarPosted: 12:19 PM Oct 10, 2025Updated: 12:40 PM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্ট আগেই বাংলাদেশে বন্দি বাংলার সোনালি খাতুন-সহ ৬ জনকে ফেরানোর নির্দেশ দিয়েছিল। এবার সোনালি খাতুনদের ভারতে ফিরিয়ে নিতে ভারতীয় হাই কমিশনকে নোটিস বাংলাদেশ হাই কোর্টের। সেই নথি তুলে ধরে এক্স হ্যান্ডেলে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। বললেন, "ফের প্রমাণিত যে দরিদ্র বাঙালিরাই বাংলা বিরোধী বিজেপির নিশানায়।"

Advertisement

কয়েকমাস আগে দানিশ শেখ, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালি বিবি ও তাঁদের পাঁচ বছরের শিশুপুত্র-সহ ৬ জনকে বাংলাদেশে পুশব‌্যাক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বীরভূমের মুরারইয়ের পাইকর গ্রামের বাসিন্দা ওই পরিবারকে ১৮ জুন দিল্লির রোহিনী জেলা পুলিশের কেএন কাটজু থানা থেকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। পরিবারের সদস্যরা জানান, সেদিনই ধৃতরা ফোন করে খবর দেন যে পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন দিল্লি রওনা হন। কিন্তু থানায় পৌঁছেও তাঁদের সমস্যার কোনও সুরাহা হয়নি। পুলিশ জানায়, ধৃতদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কোন এলাকা দিয়ে তাঁদের সীমান্তে নিয়ে যাওয়া হয়, তা জানানো হয়নি। সেই ঘটনার জল গড়ায় আদালতে। পরবর্তীতে কলকাতা হাই কোর্ট সাফ জানায়,  কেন্দ্রকে অবিলম্বে সোনালি বিবিদের দেশে ফিরিয়ে আনতে হবে। সময় বেঁধে দেওয়া হয় চার সপ্তাহ। যদিও কেন্দ্র তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করেছে জানা যায়নি। এরই মাঝে ধৃতদের ফিরিয়ে নিতে বাংলাদেশ হাই কোর্টের তরফে চিঠি পাঠানো হল ভারতীয় হাই কমিশনে। 

বাংলাদেশ হাই কোর্টের নির্দেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। লিখেছেন, "আমাদের দেশ যাদের বাংলাদেশি বলে প্রমাণ করার চেষ্টা করেছিল তাঁরা যে এদেশেরই নাগরিক তা প্রমাণিত। ওদের শীঘ্রই ভারতে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাই কোর্ট। বিজেপি যে বাংলা বিরোধী, ওরা যে দরিদ্রদের ভালোবাসে না। তাঁদের পাশে দাঁড়ায় ফের তা প্রমাণিত।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ওই অত্যাচারিতদের পাশে দাঁড়িয়েছেন তা মনে করিয়ে সামিরুল লিখলেন, "এই আচরণ সহ্য করব না।"

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা হাই কোর্ট আগেই বাংলাদেশে বন্দি বাংলার সোনালি খাতুন-সহ ৬ জনকে ফেরানোর নির্দেশ দিয়েছিল।
  • এবার সোনালি খাতুনদের ভারতে ফিরিয়ে নিতে ভারতীয় হাই কমিশনকে নোটিস বাংলাদেশ হাই কোর্টের।
  • সেই নথি তুলে ধরে এক্স হ্যান্ডেলে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম।
Advertisement