shono
Advertisement
CM Mamata Banerjee

'ভবানীপুরকে বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে', অভিযোগ তুলে SIR নিয়ে সতর্ক করলেন মমতা

ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে ভারচুয়ালি ভাষণ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Subhankar PatraPosted: 08:13 PM Oct 14, 2025Updated: 09:19 PM Oct 14, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: উত্তরবঙ্গ থেকে ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনামাফিক তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরকে বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা। পাশাপাশি এসআইআর নিয়ে কর্মীদের সর্তক থাকতে বললেন ভবানীপুরের বিধায়ক। বললেন, "গরিব মানুষের বসতি তুলে বড় বাড়ি হচ্ছে। তা আমি সর্মথন করি না। বাইরের লোক দিয়ে পরিকল্পনা করে এগুলো করা হচ্ছে। আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। যাঁরা বাংলায় থাকেন, কাজ করেন, তাঁরাই আমাদের মানুষ। গরিবদের সাহায্য করা আমাদের মানবিক কর্তব্য।"

Advertisement

আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনী আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেখানকার মানুষদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মোবাইলে ফোন করে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ভারচুয়ালি উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি অভিযোগ করেন ভবানীপুরকে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, "আমি দেখছি অনেক জায়গায় গরিব মানুষের বসতি ভেঙে ফেলে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটা সমর্থন করি না। আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। যাঁরা বাংলায় থাকেন, কাজ করেন, তাঁরাই আমাদের মানুষ। কিন্তু যারা হঠাৎ বাইরে থেকে এসে টাকা খরচ করে জমি-বাড়ি কিনছে, তারপর স্থানীয় মানুষদের সরিয়ে দিচ্ছে, তারাই আসল বহিরাগত।" তিনি আরও বলেন, "যারা ওই ফ্ল্যাট কিনছে, তারা জল পাচ্ছে না, ড্রেনেজ সিস্টেম পাচ্ছে না। সবাইকে বুঝতে হবে, গরিব মানুষই আমাদের সম্পদ, তাদের নিয়েই রাজ্য চলবে। কালীপুজোর সময়ে সতর্ক থাকতে। যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে। কালীপুজোর পর ছট পুজো আছে। সেই সময়ও যাতে কোনও সমস্যা না হয় তা দেখতে হবে। দায়িত্ব আমাদেরই।" পাশাপাশি এসআইআর নিয়ে সতর্ক করেছেন মমতা। তিনি বলেন, "সামনে যদি নতুন করে ভোটার লিস্ট হয়। তাহলে সবাইকে নতুন করে করতে হবে।" ভাষণে সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকলের পরিবারের কল্যাণ কামনা করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরবঙ্গ থেকে ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • পরিকল্পনামাফিক তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরকে বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা।
  • পাশাপাশি এসআইআর নিয়ে কর্মীদের সর্তক থাকতে বললেন ভবানীপুরের বিধায়ক।
Advertisement