ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: উত্তরবঙ্গ হবে সুইজারল্যান্ড। কলকাতা হবে লন্ডন। গোয়ার মতো হবে দিঘা। কিন্তু কবে? বিধানসভা প্রশ্ন বিজেপি বিধায়ক অশোক ডিন্ডার। জবাবে রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের তোপ, অশোক ডিন্ডা তো ব্রেট লি হতে পারবেন না। যে যেমন তাঁকে তেমনভাবেই ভালোবাসতে হবে।
সোমবার বিধানসভায় রাজ্যের পর্যটন নিয়ে আলোচনা হয়। সেখানেই বিজেপি বিধায়ক অশোক ডিন্ডার প্রশ্ন, "আমাদের বাংলায় পাহাড় আছে, জঙ্গল আছে, সমুদ্র আছে, পর্যটনকে আরও উন্নয়ন করা যেতে পারে। ২০১১ সালের আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, দার্জিলিংকে সুইজারল্যান্ড, কলকাতাকে লন্ডন এবং দিঘাতে গোয়া করবেন। আর কতদিন লাগবে?" পালটা ইন্দ্রনীল সেনের জবাব, "এখন লন্ডনের মানুষ এখানে আসেন। কেউ কারও মতো হয় না। কেন্দ্রীয় সরকারেরকে বলুন টাকা দিতে। তাহলেই আরও উন্নয়ন হবে। অশোক ডিন্ডা যেমন ব্রেট লি, থমসন হতে পারবে না। অশোক ডিন্ডা, অশোক ডিন্ডাই থাকবেন। আমরা তাকে সেভাবেই ভালোবাসব।" মন্ত্রী আরও বলেন, "কলকাতা শহর পর্যটন দপ্তরের মাধ্যমে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ট্যুরিজম ডেস্টিনেশন। ইতিমধ্যেই সেটা চিহ্নিত করা হয়েছে। দুর্গাপুজোয় বিদেশের লোক এখানে আসছে। আমাদের আর লন্ডনকে অনুকরণ করতে হবে না। কলকাতার মানুষ বাংলাকে, কলকাতাকে অনুসরণ করবে। আপনারা গিয়ে দিল্লিতে তদবির করুন, টাকা দিন, আরও কাজ হবে।"
প্রসঙ্গত, উত্তরে হিমালয় রেঞ্জ। দক্ষিণে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। পশ্চিমের লালমাটি থেকে দক্ষিণ-পূর্বে নোনতা মাটিতে ম্যানগ্রোভ অরণ্য। কী নেই বাংলায়! দেশ-বিদেশের পর্যটকদের জন্য ‘রত্নখনি’ এই রাজ্য! আর বাংলার সেই রূপকেই সম্মান জানিয়েছে ইউনেস্কো। তারা বলেছে, বাংলা অন্যতম সেরা পর্যটনক্ষেত্র। বিধানসভায় সে কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটনকে আরও উন্নত ও পেশাদারি করে তুলতে স্কিল ডেভলপমেন্টের কাজও চলছে। বাংলায় আসছে বিদেশি পর্যটকরা। তাই অন্য কাউকে অনুকরণ নয়, নিজস্বতাকেই পাথেয় করে সেজে উঠছে রাজ্য।