অর্ণব আইচ: ছুটির সকালে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যুবকের দেহ উদ্ধার। বুধবার কম্বলে মোড়া দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে মৃত্যু? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই অনেকে প্র্যাকটিস করতে আসেন। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। তাঁরাই দেখতে পান কিছু একটা পড়ে আছে। কাছে যেতেই দেখেন, কম্বলে মোড়া অবস্থায় পড়ে এক অচৈতন্য যুবক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর কারণ।
কিন্তু কে এই যুবক? স্থানীয়দের দাবি, এলাকায় ঘুরতেন তিনি। কমবেশি সকলেই চেনেন। তবে নাম, পরিচয় জানা নেই কারও। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করা হয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে কথা বলা হতে পারে এলাকার বাসিন্দাদের সঙ্গে।