shono
Advertisement

Breaking News

Humayun vs Bratya

পৃথক দল গড়ার চ্যালেঞ্জ, হুমায়ুন কবীরকে 'অভিনন্দন' ব্রাত্যর

নতুন দল গড়ার হুঁশিয়ারি দেন শাসক শিবিরের 'বিতর্কিত' বিধায়ক।
Published By: Sayani SenPosted: 05:08 PM Nov 07, 2025Updated: 05:08 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক ধরে দলকে লাগাতার হুমকি। বারবার সতর্ক করেও লাভ হয়নি কিছুই। এবার পৃথক দল গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁকে পালটা বার্তা দিলেন ব্রাত্য বসু।

Advertisement

শুক্রবার তৃণমূল ভবনে শশী পাঁজা এবং ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকরা হুমায়ুন কবীরের নতুন দল গড়ার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রশ্ন করেন। ব্রাত্য বসু বলেন, "তাঁকে অভিনন্দন। যদি পারেন করে দেখান।" বলে রাখা ভালো, বৃহস্পতিবার ভরতপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন দল গড়ার সিদ্ধান্তের কথা জানান শাসক শিবিরের 'বিতর্কিত' বিধায়ক। তিনি দাবি করেন, “তৃণমূলে আর নয়। ২০ ডিসেম্বরের মধ্যে নতুন দল গড়ব।” শুধু তাই নয়, নতুন দলে নিজেকেই চেয়ারম্যান হিসাবেও ঘোষণা করেন হুমায়ুন। বলেন, “আমি দল গঠন করলে তৃণমূল বুঝবে, জেলায় ওরা কী হারিয়েছে। আমি না থাকলে মুর্শিদাবাদে ১০টি আসনও পাবে না তৃণমূল।”

প্রসঙ্গত, সপ্তাহভর একের পর এক চ্যালেঞ্জ দলকে ছুঁড়ে দিয়েছেন তিনি। গত বুধবার ভরতপুরের এক অনুষ্ঠানে তৃণমূলকে বারবার নিশানা করেন হুমায়ুন। তাঁর দাবি, বলেন, “দল যদি মনে করে আমার মতো অসভ্য ব্যক্তিদের দরকার নেই, তার ৪৮ ঘণ্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং কীভাবে পাল্টাবে।” তাঁর আরও দাবি, “সম্মান দিয়ে নেতৃত্বের জন্য এখনও অপেক্ষা করছি। আমাদের লেজে পা দিলে, আমরাও ছোবল মারতে জানি।” বলে রাখা ভালো, বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ন কবীর। বারবার দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। ক্য়ামাক স্ট্রিটের বৈঠকে হুমায়নকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও সতর্ক করেছেন। সাফ বুঝিয়ে দিয়েছেন, এসব চলবে না। বিধায়ককে কড়া বার্তা দেন, “দলের নিয়ম মানতে হবে। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করলে পদক্ষেপ করা হবে।” তবে তা সত্ত্বেও রাশ টানা যাচ্ছে না। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন হুমায়ুন। শেষমেশ দলের তরফে আদৌ কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েক ধরে দলকে লাগাতার হুমকি। বারবার সতর্ক করেও লাভ হয়নি কিছুই।
  • এবার পৃথক দল গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
  • ব্রাত্য বসু বলেন, "তাঁকে অভিনন্দন। যদি পারেন করে দেখান।"
Advertisement