shono
Advertisement

নিয়োগ জট কাটাতে তৎপর রাজ্য, সোমবারই আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক শিক্ষামন্ত্রীর

৮ আগস্ট আন্দোলনকারীদের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন শিক্ষামন্ত্রী।
Posted: 10:59 AM Jul 31, 2022Updated: 10:59 AM Jul 31, 2022

স্টাফ রিপোর্টার: এসএসসি (SSC Scam) চাকরিপ্রার্থীদের মুখোমুখি বসার আগে প্রশাসনিক প্রস্তুতি শুরু করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ৮ আগস্ট আন্দোলনকারীদের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন তিনি। তার আগে আগামিকাল, সোমবার মন্ত্রিসভার বৈঠকের আগেই এসএসসি নিয়োগ নিয়ে বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনে দুপুর ১টায় বৈঠক।

Advertisement

এসএসসি নিয়োগের জট বাস্তবে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে, তার আঁচ শুক্রবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডাকা বৈঠকেই কিছুটা মিলেছে। মনে করা হচ্ছে, তারই পরবর্তী পদক্ষেপ আগামিকালের বৈঠক। চাকরিপ্রার্থীদের নিয়ে বৈঠকের আগে নিয়োগ সংক্রান্ত ইস্যুর প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে রাখতে চাইছেন শিক্ষামন্ত্রী।

[আরও পড়ুন: কমনওয়েলথ গেমস: ভারোত্তোলনে চতুর্থ পদক ভারতের, রেকর্ড গড়ে রুপো পেলেন বিন্দিয়ারানি]

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে আপাতত সরগরম রাজ্য ও রাজনীতি। আপাতত ইডির জালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় মন্ত্রী ‘ঘনিষ্ঠে’র দু’টি ফ্ল্যাট থেকে মোট ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দু’ জনকে জেরায় রোজই নতুন নতুন নানা বিস্ফোরক তথ্য উঠে আসছে বলেই ইডি সূত্রে খবর।

এদিকে নিয়োগের দাবিতে ধরনা চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। এমন পরিস্থিতিতে নিয়োগের বিষয় হস্তক্ষেপ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন এসএসসি আন্দোলনকারীদের আট প্রতিনিধি।  ২০১৬ সালে এসএসসি মেধাতালিকায় থাকা প্রত্যেককে চাকরির আশ্বাস দিয়েছেন অভিষেক, বৈঠকের পর সেকথা জানান  আন্দোলনের অন্যতম মুখ শহিদুল্লা।  

[আরও পড়ুন: ঝাড়খণ্ডের কং বিধায়কদের গাড়িতে উদ্ধার ৪৯ লক্ষ, সরকার ফেলতে টাকা দিয়েছে BJP, দাবি হাই কম্যান্ডের]

শহিদুল্লা বলেন, “স্যর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক। উনি ১০০ শতাংশ চেষ্টা করবেন যাতে ২০১৬ সালে এসএসসি মেধাতালিকাভুক্তদের প্রত্যেকে চাকরি পান। কেউ যাতে বঞ্চিত না হন, উনি সে বিষয়ে সম্পূর্ণ চেষ্টা করবেন।” আগামী ৮ আগস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা। ওই বৈঠকে এসএসসি চেয়ারম্যানেরও উপস্থিত থাকার কথা। তার আগে প্রশাসনিক স্তরে বৈঠক সারবেন শিক্ষামন্ত্রী। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement