shono
Advertisement
Kolkata Book Fair

কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টলের আর্জি খারিজ হাই কোর্টে

আগামী ২৮ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
Published By: Sayani SenPosted: 03:33 PM Jan 24, 2025Updated: 03:52 PM Jan 24, 2025

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে ধাক্কা বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টলের আর্জি খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। গিল্ডের তরফে এখনও পর্যন্ত আদালতে এই মামলা প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।

Advertisement

আগামী ২৮ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সারা বিশ্বের নানা প্রান্ত থেকে বহু দেশ যোগ দেয় এই মেলায়। কিন্তু এবারের মেলায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, ইরান-সহ একাধিক দেশ অংশগ্রহণ করছে। তবে বাংলাদেশ থাকছে না। বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ ৬০০ বর্গ ফুট স্টলের আবেদন জানায়। সেই দাবি মেনে নেয়নি পাবলিশার্স অ্যান্ড গিল্ড। স্টল দেওয়া হবে না বলেই জানিয়ে দেওয়া হয়। যুক্তি হিসাবে গিল্ডের তরফে উল্লেখ করা হয়, "বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট বিতর্কিত এবং স্পর্শকাতর। গিল্ড কর্তৃপক্ষ বইমেলায় কোনও বিতর্ক চায় না।"

সে কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। কলকাতা হাই কোর্ট গিল্ডকে গত ১০ জানুয়ারির মধ্যে ই-মেল করে মতামত জানাতে বলে। তবে কোনও মতামত দেয়নি গিল্ড। ইতিমধ্যে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি। শুনানিতে পাবলিশার্স অ্যান্ড গিল্ডের কাছে হাই কোর্ট প্রশ্ন করে, "আপনারা কি জানেন না, বিশ্ব হিন্দু পরিষদের নিজস্ব পাবলিকেশন আছে? এত বছর ধরে অনুমতি দিয়েছেন তখন মনে হয়নি তাদের লেখা বই স্পর্শকাতর? তাহলে কেন সেই সময় অনুমতি দিলেন?" তবে গিল্ডের তরফে আদালতে কোনও তথ্য জানানো হয়নি বলে মামলা খারিজ করে দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ২৮ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
  • কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টলের আর্জি খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা।
  • গিল্ডের তরফে এখনও পর্যন্ত আদালতে এই মামলা প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।
Advertisement