গোবিন্দ রায়: হাওড়া ও কলকাতা পুলিশের ওয়েবসাইট নিয়ে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। একটি এফআইআর দায়েরের পর আপলোড করতে হাওড়া ও কলকাতা কমিশনারেটের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অথচ এক্ষেত্রে অন্য জেলা অনেকটাই এগিয়ে। এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
থানায় এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেটি ওয়েবসাইটে আপলোড হওয়াই নিয়ম। অথচ এক্ষেত্রে হাওড়া কমিশনারেটের অবস্থা খুব খারাপ। অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা এফআইআর নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে না। শুধু হাওড়া নয়, কলকাতা পুলিশেরও একই দশা। এনিয়ে মামলাকারী কার্তিক মিশ্র চারবছর ধরে বিভিন্ন ফোরামে মামলা করেছেন।
জানা গিয়েছে, কলকাতার ক্ষেত্রে এফআইআর আপলোড করার ক্ষেত্রে ভালো হলেও আবেদনকারীকে এত বেশি প্রশ্নের উত্তর দিয়ে মূল পেজে আসতে হয় যার ফলে ব্যবহারকারীদের অসুবিধা হয়। অন্যান্য রাজ্য, শীর্ষ আদালতের ওয়েবসাইটের ক্ষেত্রে এমন কোনও সমস্যা নেই। এমনকী, বাংলার অন্যান্য জেলাতেও এই সমস্যা নেই। অথচ এই দুই কমিশনারেটে সমস্যা চলছে। যদিও হাওড়া পুলিশ আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে, এই অভিযোগ সত্যি নয়। তারা সব আপলোড করেছে। একই মত কলকাতা পুলিশের।