shono
Advertisement
SSC

অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর! এসএসসির নিয়মকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যোগ্যরা

ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন।
Published By: Kousik SinhaPosted: 08:22 PM Nov 10, 2025Updated: 08:22 PM Nov 10, 2025

গোবিন্দ রায়:  ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন। একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে নতুন নিয়ম নিয়ে বিতর্কের সূত্রপাত। অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীদের ১০ নম্বর বরাদ্দ করা হবে। এহেন নিয়মের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাই কোর্টে। আজ সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার গুরুত্ব বিচার করে বিচারপতির নির্দেশ, সমস্ত পক্ষ নিজেদের স্বপক্ষে লিখিত বক্তব্য দেবে। আগামী ১২ নভেম্বর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। মামলা কোনদিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।

Advertisement

একদল যোগ্য প্রার্থী এহেন মামলা দায়ের করেছেন। মামলাকারীদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ বিশ্বাস-সহ একাধিক যোগ্য প্রার্থী। মামলাকারীদের পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবী আশীষ কুমার চৌধুরী। তিনি জানান, ''নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষাগত যোগ্যতা আলাদা, তেমনই অভিজ্ঞতা আলাদা। এক্ষেত্রে নবম–দশম শ্রেণির শিক্ষকরা যদি একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক পদের জন্য আবেদন করেন, তাহলে তাদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পাওয়া নিয়মবহির্ভূত বলে মন্তব্য আইনজীবীর।

নিয়োগ সংক্রান্ত রুলের কথা তুলে ধরে আইনজীবীর আরও যুক্তি, যে পদের জন্য এই নিয়োগ হবে, তাতে অভিজ্ঞতা থাকলে তার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া যেতে পারে। কিন্তু নবম–দশম শ্রেণির পড়ানোর অভিজ্ঞতা দিয়ে কীভাবে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষকতার নিয়োগে প্রার্থীকে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া যায়? প্রশ্ন আইনজীবীর। শুধু তাই নয়, যেভাবে এই নম্বর নির্ধারণ করা হচ্ছে তা অপমানজনক বলেও দাবি। অন্যদিকে মামলাকারীদের দাবি, স্কুল সার্ভিস কমিশন বারবার নিয়ম বদল করছে। তাও আবার নিয়োগ প্রক্রিয়া চলাকালীন। এমনকী সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা কীভাবে দেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বার্তা কমিশন দেয়নি বলে দাবি মামলাকারীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন।
  • একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে নতুন নিয়ম নিয়ে বিতর্কের সূত্রপাত।
Advertisement