shono
Advertisement
Sanjay Roy

সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাই কোর্টে মামলা সিবিআইয়ের, শুনানি কবে?

নিম্ন আদালতে একাধিকবার সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছিল সিবিআই। কিন্তু বিচারক জানিয়েছেন, এই ঘটনা বিরলতম নয়। সেই কারণে দোষীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
Published By: Tiyasha SarkarPosted: 10:42 AM Jan 24, 2025Updated: 10:54 AM Jan 24, 2025

গোবিন্দ রায়: আর জি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি। শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।

Advertisement

গত ১৮ জানুয়ারি আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। এই নৃশংসতার পরও কেন ফাঁসি নয়? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন ওঠে। আদালত নির্দেশের কপিতে বিস্তারিতভাবে ব্যাখ্যাও করেছে ঠিক কী ঘটেছে। কেন ঘটনাটিকে বিরলতম বলা যাচ্ছে না। তা সত্ত্বেও সঞ্জয়ের এই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে খুশি হতে পারেনি কেউই। কারণ, সকলেই চেয়েছিলেন সঞ্জয়ের ফাঁসি, তাতেই বিচার পাবে অভয়া। এরপরই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। 

সেইসময় হাই কোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ পরিবার, সিবিআই কিংবা দোষী হাই কোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে? বিচারপতি দেবাংশু বসাকও প্রশ্ন করেন, আপনাদের মতে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই অভিযোগে কারা কারা মামলা করতে পারেন? তাতে রাজ্যের আইনজীবী জানান, এক্ষেত্রে পরিবার, রাজ্য, সিবিআই এবং অভিযুক্ত, চার পক্ষই মামলা করতে পারে। সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে।

এসবের মাঝেই এবার সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে আদালতে সিবিআই। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। তিনি অনুমতি দেন মামলা দায়েরর। সম্ভবত আগামী সোমবার এই মামলার শুনানি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি।
  • শুক্রবার হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই।
  • আগামী সোমবার শুনানির সম্ভাবনা।
Advertisement