সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের পর সিবিআই। এবার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার হাই কোর্টে মামলা রুজু করতে চলেছে তারা, এমনই খবর সূত্রের।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অভাবে এই মামলাকে 'বিরলের মধ্যে বিরলতম' বলে চিহ্নিত করেননি বিচারক। সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে ফাঁসির বদলে যাবজ্জীবনের সাজা দিয়েছে নিম্ন আদালত। এই সাজায় নাখুশ ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবারই তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকার হাই কোর্টের দ্বারস্থ হবে। কথা মতোই বুধবার আদালতের দ্বারস্থ হল তারা।
হাই কোর্টে রাজ্যের করা আবেদনকে একপ্রকার চ্যালেঞ্জ করে সিবিআই। আদৌ রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা, প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাই কোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ পরিবার, সিবিআই কিংবা দোষী হাই কোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে? বিচারপতি দেবাংশু বসাকও প্রশ্ন করেন, আপনাদের মতে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই অভিযোগে কারা কারা মামলা করতে পারেন? তাতে রাজ্যের আইনজীবী জানান, এক্ষেত্রে পরিবার, রাজ্য, সিবিআই এবং অভিযুক্ত, চার পক্ষই মামলা করতে পারে। সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে। রাজ্যের মামলা করার পক্ষে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, তদন্ত এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। আর জি কর কাণ্ডের মামলাটি প্রথমে রাজ্যের পুলিশ তদন্ত করেছিল। পরে সেটি সিবিআইয়ের হাতে যায়। তাই রাজ্য মামলা করতেই পারে। এই টানাপোড়েনের মধ্যেই সিবিআইও আদালতে যাচ্ছে।