shono
Advertisement

Breaking News

TET

প্রাথমিক শিক্ষক নিয়োগের নম্বর বিভাজনে বিধিবদল, বাড়ছে টেটের গুরুত্ব

মোট ৫০ নম্বর থাকছে ইন্টারভিউতে।
Published By: Subhankar PatraPosted: 09:22 AM Nov 07, 2025Updated: 09:22 AM Nov 07, 2025

স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষার নম্বর বিভাজনের বিধি পরিবর্তন করা হল। এ নিয়ে বৃহস্পতিবার খসড়া প্রকাশ করা হয়েছে। নম্বর বিভাজনের ক্ষেত্রে খসড়ায় বলা হয়েছে, মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের জন্য ৫ নম্বর, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ৫ নম্বর, ট্রেনিংয়ের জন্য ৫ নম্বর, টেটে ২৫ নম্বর, ইন্টারভিউয়ে ৫ নম্বর এবং ক্লাস নেওয়ার পদ্ধতি হাতে কলমে দেখানোর জন্য ৫ নম্বর থাকবে।  মোট ৫০ নম্বর থাকছে ইন্টারভিউতে। আগে টেটের ক্ষেত্রে ছিল ৫ নম্বর। আগে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ছিল ১০ নম্বর ও ট্রেনিংয়ের জন্য ছিল ১৫ নম্বর।

Advertisement

সম্প্রতি ২০২৪ সালের প্রাথমিকের টেটের ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব শীঘ্রই টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য অনলাইন আবেদনের পোর্টাল খুলে দেবে পর্ষদ। তার আগে ইন্টারভিউয়ের নয়া নম্বর বিভাজনের খসড়া  প্রকাশ করল রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর।

উল্লেখ্য, টেট পাশ করার পর পরীক্ষার্থীরা প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে আবেদন করতে  পারেন। তবে তাঁদের আর কোনও লিখিত পরীক্ষা দিতে হয় না। শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হয়। সেই মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হয় তাঁদের। তারপর ইন্টারভিউে পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের ভিত্তিতে নিয়োগপত্র পান চাকরিপ্রার্থীরা।

এদিকে আজ, শুক্রবার প্রকাশিত হবে প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) আয়োজিত শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। এদিন একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হবে। সন্ধ্যার পর পরীক্ষার উত্তরপত্র আপলোড করবে এসএসসি। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাকা হবে চাকরিপ্রার্থীদের। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষার নম্বর বিভাজনের বিধি পরিবর্তন করা হল।
  • এ নিয়ে বৃহস্পতিবার খসড়া প্রকাশ করা হয়েছে।
  • এদিকে আজ, শুক্রবার প্রকাশিত হবে প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) আয়োজিত শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল।
Advertisement