shono
Advertisement
CID

স্যালাইন-রহস্যের কিনারা করতে মরিয়া CID, মেদিনীপুরের সাসপেন্ডেড ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ

দিলীপ পাল, হিমাদ্রি নায়েক নামে মেদিনীপুর মেডিক্যালের দুই চিকিৎসককে শুক্রবার জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা।
Published By: Sucheta SenguptaPosted: 06:09 PM Jan 24, 2025Updated: 06:17 PM Jan 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর নেপথ্যে 'বিষাক্ত' স্যালাইনকে দায়ী করার অভিযোগ ওঠায় সেই তদন্তভার গিয়েছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে। সেই ঘটনার কিনারা করতে এবার সাসপেন্ডেড দুই চিকিৎসককে শুক্রবার ভবানীভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কেন ওইদিন তাঁরা অপারেশন থিয়েটারে ছিলেন না, ঠিক কোন কারণে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে, তাঁদের জিজ্ঞাসা করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি।

Advertisement

গত ৭ জানুয়ারি প্রসূতি মৃত্যুর ঘটনায় খোদ মুখ্যমন্ত্রীই কর্তব্যে গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিক্যালের মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড বলে ঘোষণা করেন। এই তালিকায় রয়েছেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসক, আরএমও, সুপারও। পরবর্তীতে নতুন সুপার দায়িত্ব নেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তার ইন্দ্রনীল সেন। ঘটনার তদন্তভার মুখ্যমন্ত্রীই তুলে দিয়েছেন সিআইডি-র হাতে। দায়িত্ব পেয়ে তদন্তে নামে রাজ্য গোয়েন্দা সংস্থা। মেডিক্যাল কলেজে গিয়ে তাঁরা সরেজমিনে তদন্ত করেন। সংগ্রহ করেন ওই স্যালাইনের নমুনাও। জিজ্ঞাসাবাদ করা হয় কর্তব্যরত নার্স, চিকিৎসকদের।

এবার তদন্তে আরও গতি আনতে সাসপেন্ডেড চিকিৎসকদের ডাকা হল সিআইডি-র সদর দপ্তর ভবানীভবনে। দিলীপ পাল, হিমাদ্রি নায়েক নামে মেদিনীপুর মেডিক্যালের দুই চিকিৎসককে শুক্রবার জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। অভিযোগ, ঘটনার দিন ডিউটি থাকা সত্ত্বেও অপারেশন থিয়েটারে যাননি এই দুজন সিনিয়র চিকিৎসক। অথচ ওই সময়ে তাঁরা অন্যত্র চিকিৎসা করছিলেন বলেও অভিযোগ ওঠে। এহেন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুই চিকিৎসককে ভবানীভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হল বলে মনে করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করেননি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্যালাইন কাণ্ডে এবার সাসপেন্ডেড চিকিৎসকদের তলব সিআইডি-র।
  • দিলীপ পাল, হিমাদ্রি নায়েককে শুক্রবার ভবানীভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
Advertisement