shono
Advertisement
CM Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর সাফল্যের মুকুটে আরও এক পালক! এবার জাপান থেকে ডি'লিট পাচ্ছেন মমতা

সূত্রের খবর, চলতি সপ্তাহে কলকাতায় আসছেন জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
Published By: Sucheta SenguptaPosted: 02:36 PM Nov 10, 2025Updated: 02:36 PM Nov 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সংগ্রামী জীবন, সাফল্যের তালিকাও দীর্ঘ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাফল্য দীর্ঘতর হতে চলেছে। মুকুটে জুড়ছে আরও একটি পালক। সূত্রের খবর, জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি'লিট প্রদান করা হচ্ছে। চলতি সপ্তাহে কলকাতায় আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আলিপুরের এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হবে বলে খবর। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সাম্মানিক ডি'লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সেই সম্মান প্রাপ্তি হতে চলেছে।

Advertisement

জানা যাচ্ছে, জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে ডি'লিট উপাধি দেওয়া হচ্ছে। আগামী ১২ বা ১৩ তারিখ কলকাতার 'ধনধান্যে' প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করবেন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সেই উপলক্ষে তাঁদের কলকাতায় আগমন বলে জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, মুখ্যমন্ত্রী এর আগেও অন্তত তিন জায়গা থেকে এই সাম্মানিক উপাধি পেয়েছেন।

২০১১ সালে এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ সমালোচনার সুর শোনা গিয়েছিল বিরোধীদের গলায়। শিক্ষা-সংস্কৃতি মহলের একাংশও কটাক্ষ করতে পিছপা হয়নি। কিন্তু তাতে মমতার ইমেজ ক্ষুণ্ণ করা দূরে থাক, তাঁর জনপ্রিয়তা দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি'লিট পান। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁর হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। বছর পাঁচ পর, ২০২৩-এ মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি'লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রীতি মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মানিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ বা KIIT-র তরফ থেকে মুখ্যমন্ত্রীর প্রাপ্তি সাম্মানিক ডক্টরেট। এবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের তরফে সম্মান পেতে চলেছেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহেই সেই অনুষ্ঠান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement