shono
Advertisement

Breaking News

CPM

উত্তর থেকে দক্ষিণ, ছাব্বিশের ভোটের আগে 'বাংলা বাঁচাও যাত্রা'য় সিপিএম

চলতি মাসেই শুরু হচ্ছে এই কর্মসূচি।
Published By: Tiyasha SarkarPosted: 08:39 PM Nov 06, 2025Updated: 08:39 PM Nov 06, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশে মান বাঁচাতে 'বাংলা বাঁচাও যাত্রা' কর্মসূচি ঘোষণা বামেদের। চলতি মাসের ২৯ তারিখ কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে এই কর্মসূচি। ১৭ ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে। মূলত ১৫টি ইস্যুকে হাতিয়ার করেই বামেরা উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ প্রতিটি জেলায় ঘুরবে বলেই খবর।

Advertisement

আগামীবছর বাংলায় বিধানসভা নির্বাচন। সবদলই নিজের মতো করে প্রচার শুরু করেছে। ছাব্বিশে মানুষের হারানো আস্থা পুনরুদ্ধারে মরিয়া 'শূন্য' বামেরাও। তাই এসআইআর আবহে এবার বিরাট কর্মসূচি ঘোষণা করলেন মহম্মদ সেলিম। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "এসআইআর নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। অধিকার সম্প্রসারিত করব না সংকুচিত করব? বামপন্থীরা সবসময় এই নিয়ে লড়াই করেছে। অধিকার সংকুচিত করার কাজ শুরু হয় ভোটার লিস্ট থেকে। তাই বাংলাকে বাঁচাতেই হবে। মানুষকে বাঁচাতে রাজ্যজুড়ে 'বাংলা বাঁচাও যাত্রা' করবে বামেরা।

সেলিমের কথায়, "কেন্দ্র প্রকল্পের টাকা দিচ্ছে না। রাজ্য দায়িত্ব নিচ্ছে না। আদতে সমস্যায় আমজনতা। তাই বাংলাকে বাঁচাতে হবে।" তবে এই কর্মসূচির নেতৃত্বে কে বা কারা থাকবেন, তা এখনও জানানো হয়নি দলের তরফে। এসআইআরে মৃত্যু নিয়েও এদিন মুখ খুলেছেন সেলিম। তিনি বলেন, "যে কোনও মৃত্যুকেই এসআইআরে মৃত্যু বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাব্বিশে মান বাঁচাতে 'বাংলা বাঁচাও যাত্রা' কর্মসূচি ঘোষণা বামেদের। চলতি মাসের ২৯ তারিখ কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে এই কর্মসূচি।
  • ১৭ ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে।
  • মূলত ১৫টি ইস্যুকে হাতিয়ার করেই বামেরা উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ প্রতিটি জেলায় ঘুরবে বলেই খবর।
Advertisement