shono
Advertisement
Durga Puja carnival

উমা বিদায়েও জাঁকজমক! জেলায় জেলায় কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী

শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলেছে বিসর্জন কার্নিভাল।
Published By: Sucheta SenguptaPosted: 08:03 PM Oct 04, 2025Updated: 08:03 PM Oct 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো শেষ হয়েও রেশটুকু রয়ে গিয়েছে। উমার বিদায়বেলা যাতে বিষণ্ণতার নয়, উৎসব মুখরিত হয়ে থাকে, তার জন্য মুখ্যমন্ত্রী জেলায় জেলায় বিসর্জন কার্নিভালের কথা ঘোষণা করেছেন। সেইমতো কয়েক বছর ধরেই এই কার্নিভাল হয়ে আসছে। দশমীর পর একদিন সবকটি জেলায় এবং আরেকদিন কলকাতার প্রতিমা বিসর্জনে কার্নিভালের আয়োজন হয়ে থাকে। এবছর শনিবার, ৪ অক্টোবর জেলায় সেই বিশেষ শোভাযাত্রা হয়ে গেল। আর তার জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জেলার প্রতিমা বিসর্জনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

Advertisement

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'আজ দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে আমাদের সরকারের উদ্যোগে জেলার পথে পথে হলো জেলার কার্নিভাল - বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, যা উৎসবের শেষ মুহূর্তকে করে তুলেছে আরও জাঁকজমকপূর্ণ ও আবেগঘন। জেলার প্রধান শহরগুলিতে এই বিসর্জনের কার্নিভালের আয়োজন করা হয়েছিল। জেলার সেরা প্রতিমাগুলি সুসজ্জিত ট্রাকে বা ট্যাবলোতে সেজে বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রায় অংশ নিয়েছে। বিভিন্ন জেলায় বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রার কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।'

রবিবার, ৫ অক্টোবর কলকাতার রেড রোডে বিসর্জনের মেগা কার্নিভাল। দেশি, বিদেশি অতিথিদের সঙ্গে হাজির থাকবেন ইউনেস্কোর সদস্যরাও। ২০২১ সালে ইউনেস্কোর তরফে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর এই কার্নিভালের ভাবনা এবং বাস্তবায়ন। প্রথমে শুধু কলকাতার নামীদামি পুজো নিয়েই এই কার্নিভাল হতো।পরে জেলাগুলিতেও সেই আদলে প্রতিমান বিসর্জন শুরু হয়। এদিন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট থেকে শুরু করে হুগলি, ডায়মন্ড হারবারে এই বিশেষ কার্নিভালের মাধ্যমে হয়ে গেল দুর্গা বিসর্জন।  সুসজ্জিত  শোভাযাত্রা আর জনতার সমাবেশ যেন যেতে যেতেও বলে গেল, 'আসছে বছর আবার হবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজো কার্নিভালে জমজমাট জেলাগুলি।
  • বিসর্জনের শোভাযাত্রার জৌলুসে আপ্লুত মুখ্যমন্ত্রী।
  • নিজের এক্স হ্যান্ডেল পোস্টে শেয়ার করলেন বেশ কিছু ছবি।
Advertisement