shono
Advertisement
Sanatan Dinda

আগামী বছর পুজোয় ডবল ধামাকা সনাতন দিন্দার, কোন কোন সৃজনের গুরুদায়িত্বে শিল্পী?

শহরের বেশ কয়েকটি হেভিওয়েট পুজো একই শিল্পীর উপর ভরসা রাখছেন। কারও চিন্তা বদলের।
Published By: Sayani SenPosted: 04:17 PM Oct 12, 2025Updated: 04:49 PM Oct 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে শেষ হয়েছে দুর্গা ও লক্ষ্মীপুজো। উৎসব সেরে কাজে ফিরেছেন সকলে। কাজ থাকলেও মনে মনে চলছে ফের 'উৎসবে' মেতে ওঠার প্রস্তুতি। পুজো উদ্যোক্তারাও ব্যস্ত নতুন করে থিমভাবনা, শিল্পী নির্বাচনে। শহরের বেশ কয়েকটি হেভিওয়েট পুজো একই শিল্পীর উপর ভরসা রাখছেন। তবে কারও চিন্তা বদলের। ঠিক যেমন দমদম পার্ক সর্বজনীনের। আর এই পুজো কমিটির হাত ধরেই ফের পুজোর কাজে ফিরছেন সনাতন দিন্দা।

Advertisement

এবার ৭৪ তম বর্ষে দমদম পার্ক সর্বজনীনের থিম ছিল 'হারায়ে খুঁজি'। হালফিলের শপিং মলের ভিড়ে হারিয়ে যাওয়া হাটবাজারের ছবি তুলে ধরেছিল মণ্ডপ। শিল্পী ঋজু করের হাতের ছোঁয়ায় মণ্ডপ সেজেছিল। বাঁশ, চট, লোহার সাহায্যে মণ্ডপ তৈরি করেন তিনি। গ্লাস পেন্টিং, ওয়াল পেন্টিংয়েরও সাহায্য নিয়েছিলেন তিনি। তবে আগামী বছর দমদম পার্ক সর্বজনীনের শিল্পী সনাতন দিন্দা। তাঁর হাতের ছোঁয়ায় সাজবে মণ্ডপ। থিমভাবনা যদিও ক্রমশ প্রকাশ্য। দমদম পার্ক সর্বজনীন ছাড়া হাতিবাগানের নলিন সরকার স্ট্রিট সর্বজনীনেও আগামী বছর হাতের জাদু দেখাবেন শিল্পী সনাতন দিন্দা।

আগামী বছর পুজোয় শিল্পী বদলের ভাবনা চক্রবেড়িয়া সর্বজনীনেরও। প্রদীপ দাসের হাতের ছোঁয়ায় সাজবে মণ্ডপ। এবার ৮০ তম বর্ষে চিরাচরিত 'প্রথা'র বিরুদ্ধ ভাবনাকেই থিম হিসাবে সকলের সামনে তুলে ধরে এই মণ্ডপ। মূল আকর্ষণ ছিল জীবন্ত প্রতিমা। শিল্পী রিণ্টু দাসের হাতের ছোঁয়ায় মণ্ডপ তৈরি হয়েছিল। যা মন ছুঁয়েছিল সকলের।

তবে এসবি পার্ক সর্বজনীন একই শিল্পীর উপর ভরসা রেখেছেন। এবারের মতো রাজু সরকারের হাতের ছোঁয়ায় সাজবে মণ্ডপ। দমদম পার্ক ভারতচক্র ও আহিরীটোলা সর্বজনীনের মণ্ডপ সজ্জার গুরুদায়িত্ব সামলাবেন শিল্পী মানস দাস। এদিকে, বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির তরফে জানানো হয়েছে, আগামী বছর শিল্পী দেবাশিস বারুইকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বছরের মতোই রাজডাঙা নবউদয়ের পুজোও তাঁর কাঁধেই। দক্ষিণ কলকাতার কেন্দুয়া শান্তি সংঘে হ্যাটট্রিক করতে চলেছেন সুশান্ত শিবানী পাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছর পুজোয় ডবল ধামাকা সনাতন দিন্দার।
  • আগামী বছর দমদম পার্ক সর্বজনীনের শিল্পী সনাতন দিন্দা। তাঁর হাতের ছোঁয়ায় সাজবে মণ্ডপ।
  • হাতিবাগানের নলিন সরকার স্ট্রিট সর্বজনীনেও আগামী বছর হাতের জাদু দেখাবেন শিল্পী সনাতন দিন্দা।
Advertisement