shono
Advertisement
DYFI

সদস্য সংগ্রহে সাত বছরের রেকর্ড DYFI-এর, এবার কাটবে শূন্যের গেরো?

এই সদস্য সংখ্যা সিপিএমের ভোটবাক্সে আদৌ প্রভাব ফেলবে?
Published By: Tiyasha SarkarPosted: 10:58 AM Jan 17, 2025Updated: 03:33 PM Jan 17, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সংগৃহীত সদস্য সংখ্যা। চব্বিশ সালে তাঁদের সদস্য সংখ্যা ৩৪ লক্ষ ছুঁয়েছে। যেখানে প্রধান বিরোধী দল বিজেপির অফিসিয়াল সদস্য সংখ্যা ৪৮ লক্ষ। তবে যুব এই সদস্য সংখ্যা সিপিএমের ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই প্রশ্ন দলের নেতাদের।

Advertisement

দলের তরফে বলা হচ্ছে, বাংলায় সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার পর গত সাত বছরে মধ্যে এবারে যুব সংগঠনের সংগৃহীত সদস্য সংখ্যা নাকি রেকর্ড গড়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও যুব সংগঠনের সদস্য সংগ্রহের হিসাব তুলে ধরেনি ডিওয়াইএফআই। সংবাদ মাধ্যমে ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার বক্তব্য, "খুব তাড়াতাড়ি আমরা এ বিষয়ে জানাব।"

এদিকে ২০ জানুয়ারি মৌলালিতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভা করছে ডিওয়াইএফআই। সেখানেও সংগঠনের সদস্য সংগ্রহের বিষয়টি ঘোষণা করা হতে পারে। এদিকে, দলের যুব সংগঠনের সদস্য ৩৪ লক্ষ হলেও, নেতৃত্বের একাংশের প্রশ্ন, এর প্রভাব কি আদৌ ভোট বাক্সে পড়বে? উল্লেখ্য, আজ অর্থাৎ শুক্রবার থেকে নিউটাউনে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে এলাকার এক ব্যাঙ্কোয়েটে, যা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সর্বহারার পার্টির শীর্ষ নেতাদের ব্যাঙ্কোয়েটে বৈঠকে বসা নিয়ে পার্টিতেই প্রশ্নও উঠতে শুরু করেছে। বৈঠক চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সংগৃহীত সদস্য সংখ্যা।
  • চব্বিশ সালে তাঁদের সদস্য সংখ্যা ৩৪ লক্ষ ছুঁয়েছে। যেখানে প্রধান বিরোধী দল বিজেপির অফিসিয়াল সদস্য সংখ্যা ৪৮ লক্ষ।
  • তবে যুব এই সদস্য সংখ্যা সিপিএমের ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই প্রশ্ন দলের নেতাদের।
Advertisement