shono
Advertisement
Metro

ফেব্রুয়ারিতে ৮ দিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো, বাড়তি বাস নামবে রাস্তায়

মেট্রো বন্ধের দিনগুলোয় যাত্রী দুর্ভোগ কমানোর বেশি বাস নামানোর ভাবনা।
Published By: Sayani SenPosted: 09:55 PM Jan 22, 2025Updated: 09:55 PM Jan 22, 2025

নব্যেন্দু হাজরা: টানা দেড় মাস নয়। ফেব্রুয়ারি মাস থেকে ধাপে ধাপে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। চলবে সিগন‌্যালিং আধুনিকীকরণের কাজ। বইমেলা শেষে এই কাজ হবে বলেই সূত্রের খবর। আপাতত স্থির হয়েছে, ফেব্রুয়ারি মাসের ১৩-১৬ এবং ২২-২৫ তারিখ দুই ধাপে আটদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি বন্ধ রাখা হবে। আর তারপর সপ্তাহশেষে শনি ও রবিবারগুলোকে এই কাজের জন‌্য বেছে নেওয়া হচ্ছে। কেএমআরসিএলের তরফে সিগন‌্যালিং সিস্টেমের আধুনীকিকরণের জন‌্য টানা দেড় মাস হাওড়া ময়দান-এসপ্ল‌্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো বন্ধের আবেদন করা হয়েছিল। কিন্তু তাতে যে বিপূল পরিমাণ যাত্রী সমস‌্যায় পড়বেন, তা বিলক্ষণ জানে মেট্রো কর্তৃপক্ষ। আর তাই ধাপে ধাপে এই কাজ করার কথা ভাবা হয়েছে।

Advertisement

বিকল্প হিসাবে রাস্তায় বাস, ভেসেলর ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। এবিষয়ে বুধবার পরিবহণ ভবনে দপ্তরের সচিব সৌমিত্র মোহন বাস-ট‌্যাক্সিমালিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই আটদিন রাস্তায় অতিরিক্ত গাড়ি রাখার কথা বলা হয়। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘যে ক’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ থাকবে, সেই দিনগুলোতে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই রাস্তায় বাড়তি বাস থাকবে।’’কেএমআরসিএলের তরফে মেট্রোকে জানানো হয়েছিল, হাওড়া থেকে সেক্টর ফাইভ সিগন‌্যালিংয়ের আধুনিকিকরণের কাজ হবে। অভিন্ন সিগন‌্যালিং ব‌্যবস্থা চালু হবে। হবে কমিউনিকেশন বেসড সিগন‌্যালিং সিস্টেমের (সিবিটিসি) কাজ। সেই কারণে ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ, টানা দেড়মাস হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হতে পারে। আর তাতেই ঘুম ছোটে নিত‌্যযাত্রীদের।

তবে বুধবার পর্যন্ত যা খবর, তাতে টানা দেড়মাস মেট্রো বন্ধ রাখবে না কর্তৃপক্ষ। আপাতত ফেব্রুয়ারিতে মোট আটদিন এবং পরে শনি-রবিবারগুলোয় পরিষেবা বন্ধ রেখে কাজ করতে চাইছে কর্তৃপক্ষ। পাশাপাশি মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেকথা ভেবেই বাড়তি পরিবহণের ব‌্যবস্থা করছে রাজ‌্য সরকার। মেট্রো চালু হওয়ার কারণে বহু বেসরকারি বাস গত কয়েক বছরে বসে গিয়েছে। ফলে মেট্রো বন্ধের দিনগুলোয় যাত্রীদের সমস‌্যা হতে পারে একথা ভেবেই বেসরকারি বাসমালিকদের পর্যাপ্ত বাস রাস্তায় রাখতে বলা হয়েছে। বাসমালিকরা জানাচ্ছেন, নতুন করে তো আর বাস নামবে না। আমরা ট্রিপ বাড়াতে পারি। তবে সূত্রের খবর, মার্চ মাসে টানা একমাস বন্ধ রাখতে হতে পারে মেট্রো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফেব্রুয়ারিতে ৮ দিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো।
  • বাড়তি বাস নামবে রাস্তায়।
  • মেট্রো বন্ধের দিনগুলোয় যাত্রী দুর্ভোগ কমানোর বেশি বাস নামানোর ভাবনা।
Advertisement