সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। চাঁদনি চকের কাছে সিইএসসির অফিসে এই আগুন লাগে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। জানা যায়, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই এলাকায় ছুটে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা কর্মীরা। তবে সিইএসসির ওই অফিসে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
জানা যায়, রবিবার ছুটির দিন। সঙ্গে ঠান্ডার আমেজ। সকাল ৭টার কিছু পরে স্থানীয় মানুষজন চাঁদনি চকের কাছে প্রিন্সেপ স্ট্রিট এলাকায় সিআইএসসি অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এক এক করে এলাকায় ছুটে আসে দমকলের চারটে ইঞ্জিন। ততক্ষণে আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন দমকল আধিকারিকরা।
বলে রাখা প্রয়োজন, এদিন সকালে যে এলাকায় আগুন লেগেছে শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। এদিন রবিবার ছুটির দিন হওয়ায় ভিড় ছিল না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার ব্যস্ত সময়ে লালবাজারের কাছে আরএন মুখার্জি রোডের একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে। গুদামটিতে গাড়ির যন্ত্রাংশ মজুত করা ছিল। রাখা ছিল প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ। ফলে ভয়ংকর আকার নেয় আগুন। দমকলের প্রায় ১০ টা ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
