shono
Advertisement
Kolkata Airport

কুয়াশার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা, যাত্রী বিক্ষোভে উত্তাল দমদম বিমানবন্দর

শুক্রবার সকালে বাতিল করা হয়েছে বাগডোগরাগামী বিমান। বেশকিছু বিমান দেরিতে চলছে।
Published By: Tiyasha SarkarPosted: 10:10 AM Jan 24, 2025Updated: 10:10 AM Jan 24, 2025

বিধান নস্কর, বিধাননগর: কুয়াশার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বাতিল বাগডোগরাগামী বিমান। তাতেই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। কেন আগে সিদ্ধান্ত নেওয়া হল না? এই প্রশ্নেই শুক্রবার ভোর থেকে উত্তাল বিমানবন্দর চত্বর।

Advertisement

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শীতের দেখা না মিললেও আপাতত কয়েকদিন রীতিমতো দাপট দেখাবে কুয়াশা। পূর্বাভাস সত্যি করে শুক্রবার ভোরে কুয়াশার চাদরে মুড়েছে পথঘাট। ফলে কমেছে দৃশ্যমানতা। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে পৌঁছেছে। যার জেরে স্বাভাবিকভাবেই সর্বত্রই বিপর্যস্ত পরিষেবা। একাধিক বিমান মাঝ আকাশে চক্কর কেটেছে। কোনও বিমান অন্যত্র অবতরণ করানো হয়েছে। সবমিলিয়ে কুয়াশার জেরে প্রবল ভোগান্তি তৈরি হয়েছে। কারও দিল্লি থেকে যাওয়ার কথা ছিল বাগডোগরা, তাঁকে নামানো হয়েছে কলকাতায়। তাতেই তাঁরা ক্ষুব্ধ।

এদিকে শুক্রবার সকালে সাড়ে পাঁচটায় দমদম থেকে উড়ান দেওয়ার কথা ছিল বাগডোগরাগামী একটি বিমান। সেই মতো নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন যাত্রীরা। অভিযোগ, সামান্য কয়েক মিনিট আগে জানানো হয় যে বিমানটি বাতিল করা হয়েছে। তাতেই স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হয়েছে। যাত্রীদের অভিযোগ, বাতিলের কারণ নিয়ে কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছু জানাচ্ছে না। বিমানবন্দর সূত্রে খবর, অবিলম্বে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিগত আলোর ক্যাটের ব্যবহার করা হচ্ছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে পরিষেবা স্বাভাবিক হতে খানিকটা সময় লাগবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুয়াশার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বাতিল বাগডোগরাগামী বিমান।
  • তাতেই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।
  • কেন আগে সিদ্ধান্ত নেওয়া হল না? এই প্রশ্নেই শুক্রবার ভোর থেকে উত্তাল বিমানবন্দর চত্বর।
Advertisement