shono
Advertisement

Breaking News

Abhijit Ganguly

'বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চায়?' গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন অভিজিতের

হিন্দি বলয় থেকে নেতাদের এনে প্রচারেরও তীব্র বিরোধিতা করেছেন তিনি।
Published By: Biswadip DeyPosted: 12:23 AM Nov 07, 2025Updated: 12:31 AM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চায় কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, মোদি সরকারের কার্যকলাপ দেখে তাঁর মনে হয়েছে বাংলার বর্তমান পরিস্থিতি বদলাতে চায় না কেন্দ্র। পাশাপাশি হিন্দি বলয় থেকে নেতাদের এনে প্রচারেরও তীব্র বিরোধিতা করেছেন তিনি। সব মিলিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক অভিজিৎ।

Advertisement

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই নানা মন্তব্য করতে দেখা গিয়েছে অভিজিৎকে। তিনি বলেন, ''কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে, কেন্দ্র পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির বদল করতে চায় না। কেন পশ্চিমবঙ্গের মতো এক প্রশাসনহীন রাজ্যে ৩৫৫ ধারা জারি করা হবে না, এটা আমার কাছে এক বিরাট প্রশ্ন।''

এরই সঙ্গে রীতিমতো অভিমানী সুরে অভিজিৎ দাবি করেন, যে উদ্দেশ্য নিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ভোটেও দাঁড়িয়েছিলেন তা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু এখনও পর্যন্ত সেই উদ্দেশ্যের কাছাকাছিও তিনি পৌঁছতে পারেননি বলে দাবি করে অভিজিৎ বলেন, ''এর দায় মূলত কেন্দ্রেরই। কেন্দ্রীয় সরকার এজন্য কিছু করেনি।''

পাশাপাশি হিন্দি বলয়দের নেতাদের বাংলায় ভোটপ্রচারে আসা নিয়ে আরও একবার সরব হয়েছেন অভিজিৎ। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ক্ষোভ উগরে তিনি যা বলেছিলে, সেই কথারই অনুরণন দেখা গেল এদিনও। অভিজিতের মতে, হিন্দি বলয়ের নেতারা বাংলার মানুষের মন বোঝেন না। এখানকার জলহাওয়া-মানুষ উত্তর ভারতের সঙ্গে মেলে না মনে করিয়ে তিনি বলেন, ''এভাবে নেতা পাঠিয়ে ভোট করিয়ে জিতে যাব, এটা অবাস্তব চিন্তাভাবনা।'' নিঃসন্দেহে তাঁর এই ধরনের মন্তব্যে অস্বস্তিতে পড়বে বিজেপি। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চায় কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • তাঁর দাবি, মোদি সরকারের কার্যকলাপ দেখে তাঁর মনে হয়েছে বাংলার বর্তমান পরিস্থিতি বদলাতে চায় না কেন্দ্র।
  • পাশাপাশি হিন্দি বলয় থেকে নেতাদের এনে প্রচারেরও তীব্র বিরোধিতা করেছেন তিনি।
Advertisement