নিরুফা খাতুন: প্রায় চারমাস হতে চলল, আলিপুর চিড়িয়াখানায় এসেছে অ্যামাজনের প্রসিদ্ধ সাপ সবুজ অ্যানাকোন্ডা। একজোড়া। তবু তাদের এখনও দর্শকদের সামনে আনা হয়নি। নয়া অতিথিদের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শকরা। কেন তারা অন্তরালে?
সূত্রের খবর, চিড়িয়াখানায় আসার কিছুদিন পর থেকে সবুজ অ্যানাকোন্ডা জুটির একটি রোগে ভুগছে। প্রথমে চর্মরোগ, এখন চোখের সমস্যা। তাই লোকচক্ষুর আড়ালে রেখে তার চিকিৎসা চলছে। এবং সে কারণে তার জোড়াটিকেও তার সঙ্গে আড়ালে রাখা হয়েছে। আর কিছুদিন পর চিড়িয়াখানায় পর্যটনের ভরপুর মরশুম শুরু যাবে। তখনও তাদের দেখা মিলবে কি না, কর্তৃপক্ষ নিশ্চিত নয়। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা তৃপ্তি শাহর কথায়, “একটি সবুজ অ্যানাকোন্ডার চোখের সমস্যা রয়েছে। চিকিৎসা চলছে। সে জন্য তাদের দর্শকদের সামনে আনা যাচ্ছে না। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না।"
দীর্ঘ অপেক্ষা শেষে গত ৮ আগস্ট মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা আলিপুরে আনা হয়। তাদের জন্য নতুন ঘর সাজানো হয়েছে। কোয়ারানটাইন মেয়াদ কাটিয়ে সেখানে তাদের থাকার কথা। গত ২৪ সেপ্টেম্বরে দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে সবুজ অ্যনাকোন্ডা দুটিকে দর্শকদের সামনে আনার কথা ছিল। কিন্তু চারমাস পার হয়ে গেলেও সে ঘর এখনও খালি। এদিকে সবুজ অ্যনাকোন্ডা এসেছে শুনে চিড়িয়াখানায় দর্শকরা ভিড় জমাচ্ছেন নয়া অতিথিদের ঘরের সামনে। দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরেও যাচ্ছেন।
ঘটনা হল, মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আরও একজোড়া সবুজ অ্যানাকোন্ডা আনার কথা রয়েছে। কিন্তু এ হেন পরিস্থিতে তারা সে দু'টিকে আদৌ পাঠাবে কি না, তা স্পষ্ট নয়। বরং দুই সবুজ অ্যানাকোন্ডার পরিচর্যা প্রসঙ্গে আলিপুর কর্তৃপক্ষের প্রতি মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক কিছুটা উষ্মাই প্রকাশ করেছে। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক সূত্রে খবর, দুটি সাপের ছ'মাস বয়সে তাদের কলকাতায় পাঠানো হয়েছিল। কিন্তু অভিযোগ, এখানে তাদের ঠিকঠাক দেখভাল হয়নি। যে কারণে তাদের ওজন ও দৈর্ঘ্য সে ভাবে বাড়ছে না। যে রকম পরিশ্রুত জলে রাখার কথা ছিল, তাতে না রাখায় একটির চর্মরোগ হয়। জল পাল্টানোয় চর্মরোগ সারলেও সংক্রমণ থেকে তার চোখের সমস্যা দেখা দিয়েছে।
মাদ্রাজ ক্রোকোড্রাইল ব্যাঙ্কের সূত্রের দাবি, "চিকিৎসার ব্যাপারে আলিপুর কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে অনেকটা দেরিতে। আর একটু দেরি হলে চোখটা নষ্ট হয়ে যেতে পারত।" আলিপুর চিড়িয়াখানা অবশ্য অভিযোগ মানে না। অধিকর্তা জানান, কোনও দেরি হয়নি। একটা সবুজ অ্যানাকোন্ডার চোখের সমস্যা শুরু হতেই মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের পরামর্শমতো চিকিৎসা চলছে। সাড়াও মিলছে। আগের থেকে তার অবস্থার উন্নতি হয়েছে।
