shono
Advertisement
Health Department

হাসপাতালে নিয়মমতো ডিউটি করছেন তো? সব মেডিক্যালে চিকিৎসকদের রস্টার চাইল স্বাস্থ্যদপ্তর

চিকিৎসকরা ডিউটি-তে উপস্থিত রয়েছে কি না, তা দেখতে আচমকা পরিদর্শনেও যেতে পারেন আধিকারিকরা।
Published By: Subhankar PatraPosted: 12:13 PM Jan 26, 2025Updated: 05:53 PM Jan 26, 2025

স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালে চিকিৎসকরা ঠিকমতো ডিউটি করছেন কি না, কোন সময় কাঁদের ডিউটি? জানতে রাজ্যের সব মেডিক্যাল কলেজের সিনিয়র শিক্ষক-চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তারদের ডিউটি রস্টার চেয়ে পাঠাল স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ‌্যদপ্তর সূত্রে খবর, আগামী এক মাসের ডিউটি রস্টার চেয়ে পাঠানো হয়েছে। সোমবারের মধ্যেই এই ডিউটি রস্টার জমা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর।

Advertisement

চিকিৎকদের ডিউটি রস্টার জমা করতে আপাতত মৌখিক নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর। জানা গিয়েছে, প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতেই এমন নির্দেশ। স্বাস্থ‌্যদপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, চিকিৎসকরা ডিউটি-তে উপস্থিত রয়েছে কি না,  তা দেখতে আচমকা পরিদর্শনেও যেতে পারেন আধিকারিকরা।

রস্টার অনুযায়ী চিকিৎসকরা ডিউটিতে উপস্থিত থাকছেন কি না, তার উপর নজরদারি চালাতেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে আরও খবর, আগামীদিনে হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে প্রয়োজনে সিসিটিভি ফুটেজও দেখা হবে। এবার থেকে রস্টার অনুযায়ী ডিউটিতে হাজিরা না থাকলে সংশ্লিষ্ট চিকিৎসক কর্তব্যে ত্রুটি দেখিয়েছেন বলে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

অনেক সময় অভিযোগ ওঠে, সরকারি চিকিৎসকরা হাসপাতালে না এসে প্রাইভেট প্র্যাকটিস করেন। অনেক ক্ষেত্রে নিয়ম মানেন না বলেও অভিযোগ উঠে। সব কিছু খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি হাসপাতালে চিকিৎসকরা ঠিকমতো ডিউটি করছেন কি না, কোন সময় কাঁদের ডিউটি?
  • জানতে রাজ্যের সব মেডিক্যাল কলেজের সিনিয়র শিক্ষক-চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তারদের ডিউটি রস্টার চেয়ে পাঠাল স্বাস্থ্যদপ্তর।
  • স্বাস্থ‌্যদপ্তর সূত্রে খবর, আগামী এক মাসের ডিউটি রস্টার চেয়ে পাঠানো হয়েছে।
Advertisement