অর্ণব আইচ: ইডেনে ভারত-ইংল্যান্ড ম্য়াচ চলাকালীন বেটিং চক্রের পর্দাফাঁস। পোস্তা থানার পুলিশের জালে ২ অভিযুক্ত। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ধৃতরা হল পুনম ভার্মা এবং রমেশ কুমার ভার্মা। বছর চুয়াল্লিশের পুনম লেকটাউন থানা এলাকার বাসিন্দা। অপর ধৃত রমেশ আটচল্লিশ বছর বয়সি। দমদম থানা এলাকার বাসিন্দা সে। গোপন সূত্রে পুলিশ খবর পায় পোস্তা থানা এলাকার একটি দোকানের ভিতরে বসে দুজনে বেটিং চক্র চালাচ্ছে। সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা দোকান। এরপর হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল এবং নগদ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। এই বেটিং চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বলে রাখা ভালো, ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। আর তার ফলে বেটিং কারবারিদের পোয়াবারো।এই ম্যাচকে কেন্দ্র করে রীতিমতো জুয়ার আসর বসে সাট্টা বাজারগুলিতেও। ভারতে বেটিং অবশ্য আইনসম্মত নয়। কিন্তু তাতে কী, আড়ালে আবডালে রমরমিয়ে চলে গড়াপেটার ব্যবসা।
প্রসঙ্গত, টেস্টে লাগাতার হারের পর বুধবার রাতে দাপুটে পারফরম্যান্সে ইংল্যান্ড বধ ভারতের। কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটল প্রিয় ইডেনে নেমে। ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। বরুণ চক্রবর্তীর ঘূর্ণির পর অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে জয়ী ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লু। টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্সে অনেকটাই স্বস্তিতে সমর্থকরাও।