shono
Advertisement
Kolkata Metro Railway

ছুটির সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে যাত্রীরা

আংশিকভাবে চালু রয়েছে পরিষেবা। জেনে নিন কতদূর পর্যন্ত চলছে মেট্রো।
Published By: Tiyasha SarkarPosted: 07:06 PM Oct 12, 2025Updated: 07:27 PM Oct 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট। জানা গিয়েছে, মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জের কাছে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে একটি মেট্রোয়। যার জেরে আংশিকভাবে ব্যাহত পরিষেবা। যার ফলে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো। 

Advertisement

গত কয়েকমাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনও আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পরপর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে। রবিবার সন্ধ্যায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি। জানা যায়, টালিগঞ্জের কাছে যান্ত্রিক ত্রুটি দেখা যায় একটি মেট্রোয়। সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হয় রেক। তার জেরেই পৌনে সাতটা থেকে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল পরিষেবা।

পরবর্তীতে মেট্রোর তরফে ঘোষণা করা হয় যে, আংশিকভাবে পরিষেবা চালু করা হয়েছে। জানানো হয়, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে চালানো হচ্ছে মেট্রো। তবে তা সত্ত্বেও ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোর দেখা মেলেনি দীর্ঘক্ষণ। বহু অপেক্ষার পর মেট্রো এলেও পরেরটির দেখা মিলতে ভিড়ে ঠাসাঠাসি দশা হচ্ছে স্টেশনে। মেট্রোগুলিতেও স্বাভাবিকভাবেই প্রবল ভিড়। নিয়মিত মেট্রো সমস্যায় ক্ষুব্ধ যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছুটির সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট। জানা গিয়েছে, মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জের কাছে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে একটি মেট্রোয়।
  • যার জেরে আংশিকভাবে ব্যাহত পরিষেবা। যার ফলে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা।
  • মেট্রো সূত্রে খবর, আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো। 
Advertisement