নব্যেন্দু হাজরা: ফের মেট্রোয় ঝাঁপ। বৃহস্পতিবার বিকেল ৪ টা বেজে ২৮ মিনিটে কবি নজরুলে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। সঙ্গে সঙ্গে ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শুরু হয় উদ্ধার কাজ। এর জেরে বন্ধ স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে পরিষেবা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ ছিল পরিষেবা। সমস্যায় যাত্রীরা। প্রায় ১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে পরিষেবা।
বৃহস্পতিবার নেতাজির জন্মদিনে ব্যাঙ্ক, স্কুল-সহ একাধিক সংস্থা ছুটি থাকে। ফলত এদিন রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা। এই দিনেই ফের অঘটন। এদিন বিকেল ৪ টে বেজে ২৮ মিনিটে নজরুল মেট্রো স্টেশনে পৌঁছয় দক্ষিণেশ্বরগামী একটি রেক। আচমকা সেটির সামনে ঝাঁপ দেন এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি ব্রেক কষেন চালক। ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেট্রোর তরফে শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় মহিলাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।
এদিকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ পুরোপুরি বন্ধ ছিল পরিষেবা। পরবর্তীতে রবীন্দ্র সরোবর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালু করা হয় পরিষেবা। দীর্ঘক্ষণ বন্ধ থাকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল। প্রায় ১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। উল্লেখ্য, মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই ঘটনা ঘটেছে। বরাতজোরে অনেকে যেমন প্রাণে বেঁচেছেন তেমন মৃত্যুর ঘটনাও ঘটেছে।