shono
Advertisement

KMC Election: স্বাস্থ্য-শিক্ষাক্ষেত্রে উন্নয়ন থেকে দুর্নীতি রোধ, পুরভোটে বিজেপির ইস্তেহারের আগাম ঝলক

ইস্তেহার প্রকাশের আগেই তা 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-এর হাতে।
Posted: 10:01 AM Dec 07, 2021Updated: 10:04 AM Dec 07, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) আগে হাতে আর মাত্র ক’টা দিন। ইতিমধ্যে প্রচারের পাশাপাশি বিভিন্ন দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের প্রস্তুতি চলছে। বুধবার বিজেপির (BJP) তরফে ‘মিশন কলকাতা’ নামে ইস্তাহারটি প্রকাশ করা হবে। সোমবার গভীর রাত পর্যন্ত কলকাতার এক পাঁচতারা হোটেলে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে স্থির হয়েছে ইস্তেহারের খুঁটিনাটি। তবে আনুষ্ঠানিক প্রকাশের আগেই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর হাতে এসে পৌঁছল গেরুয়া শিবিরের নির্বাচনী ইস্তেহার। একঝলকে দেখে নেওয়া যাক, পুরভোটের প্রচারে এবার কোন কোন অস্ত্র নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি –

Advertisement

  • কলকাতা পুরভোটে বিজেপির নতুন স্লোগান – ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’
  • স্বাস্থ্য, শিক্ষা, পরিবহণে জোর, ঘরে ঘরে পানীয় জল
  • স্বাস্থ্য পরিষেবাতে জোর। পাড়ায় পাড়ায় চেম্বার
  • প্রতি বাড়িতে শৌচাগার
  • উন্নতমানের সড়ক পরিকাঠামো, ট্রাফিক জ্যাম কমানো, শহরে নতুন উড়ালপুল
  • এক কার্ডে সব পরিবহন, ‘আমার কলকাতা’ কার্ড
  • নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ কমানো, আইনশৃঙ্খলা সুরক্ষিত করা
  • দুর্নীতি রোধে দপ্তর

KMC Manifesto_English (2) KMC Manifesto_English (1)

সোমবার রাতে পাঁচতারা হোটেলে বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। সকলে তাঁর কাছে আলাদা করে সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, প্রচারের জন্য কর্মী, সমর্থক পাওয়া যাচ্ছে না। মণ্ডল সভাপতিরা নামছে না। এসব শুনে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ”ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দল পুরো শক্তি নিয়ে প্রার্থীদের পাশে থাকবে।”

[আরও পড়ুন: ‘রাজ্যপালের অনীহাতেই হাওড়ায় পুরভোটে দেরি’, তোপ বিধানসভার অধ্যক্ষের, পালটা দিলেন ধনকড়

দক্ষিণ কলকাতায় দশটি ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই দশটি ওয়ার্ডে প্রচার থেকে শুরু করে সব কাজকর্ম দেখবেন তিনি। এ প্রসঙ্গে বৈঠকে তিনি বললেন, ”এই ১০ টা ওয়ার্ডে আমি নিজে নেতা নয়, সাধারণ কর্মীদের মতো কাজ করব। আমার এই হোয়াটস অ্যাপ নম্বর লিখে নিন। এখানে সব জানান৷” বুধবার বিকেল ৩ টে নাগাদ দলের রাজ্য দপ্তর থেকে ইস্তেহার (Manifesto) প্রকাশিত হবে।

[আরও পড়ুন: বাঁশদ্রোণীতে বাড়ির সামনে থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ, রহস্যমৃত্যুর তদন্তে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement